Coal Scam: অনুব্রতগড়ে বেআইনি কয়লা উদ্ধার পুলিশের, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ২ ভাই
CBI ED on Coal Scam: বীরভূমের খয়রাশোলে পুলিশ ফের কয়লা উদ্ধার করল। তবে এবার বেআইনি কয়লা মজুতের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই ভাইয়ের বিরুদ্ধে।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: গরু ও কয়লা পাচারে (Coal and Cattle Scam) তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি (CBI and ED)। গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর জেলাতেই গত কয়েকদিনে প্রচুর পরিমাণে বেআইনি কয়লা উদ্ধার করেছে পুলিশ (Police) । শুক্রবারও বীরভূমের খয়রাশোলে পুলিশ কয়লা উদ্ধার করল। তবে এবার বেআইনি কয়লা মজুতের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই ভাইয়ের বিরুদ্ধে। খয়রাশোলে তাঁদের খামারবাড়ি থেকেই ৬০ টন কয়লা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
শুক্রবার রাতে কয়লা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। খয়রাশোলের দহল গ্রামে খামারবাড়িতে মজুত রাখা ছিল ৬০ টন বেআইনি কয়লা। বেআইনি কয়লা মজুতের অভিযোগ, শেখ সাব্বান ও শেখ আনারের বিরুদ্ধে। অভিযুক্তরা পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ হাসিবের ভাই। অভিযুক্তরা পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ হাসিবের ভাই। খয়রাশোল থানার পুলিশ উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরে চাপিয়ে নিয়ে আসে থানায়।এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, 'তৃণমূলের মদতেই কয়লা পাচার চলছে। দীর্ঘদিন ধরে এইভাবে জেলা থেকে কয়লা পাচার হচ্ছে। পুলিশ যা করছে তা আইওয়াশ। 'পাশাপাশি বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,'এটা যৌথ পরিবারের খামারবাড়ি। সেখানে কে কী রেখেছে, তার দায়িত্ব হাসিবের নয়। পুলিশ তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'পুলিশের তল্লাশি অভিযানের আগে থেকেই পলাতক ২ অভিযুক্ত। ২ অভিযুক্তর দাদা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ হাবিবকে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোন বেজে গিয়েছে।
আরও পড়ুন, '১৬ কোটি বেকারের চাকরি হয়নি, কারা কথা বলছেন ?', বিস্ফোরক কুণাল
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এদিকে কয়লাপাচার মামলায়, তোলপাড় রাজ্য। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তার স্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাদ যাননি, শ্যালিকা মেনকাও। কয়লাপাচারকাণ্ডে নাম জড়াতেই, বিমানবন্দরে বাধা পেয়েছিলেন অভিষেকের শ্যালিকা। তবে এই মুহূর্তে হাইকোর্টে ইডি স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে, 'মেনকা গম্ভীরকে আটকানো ঠিক হয়নি'।






















