Birbhum News: প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের দাবি, পুরসভায় বিক্ষোভ বিজেপির
একদিকে তীব্র দহন। তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলের হাহাকার। এবার পর্যাপ্ত পানীয় জলের দাবিতে সরব হল বিজেপি।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের দাবি। রামপুরহাট পুরসভায় (Rampurhat Municipality) বিক্ষোভ বিজেপি। পুরসভার মূল গেটের সামনে ফাঁকা বালতি বাজিয়ে অবস্থান বিক্ষোভ বসে বিজেপি।
পানীয় জলের দাবি: একদিকে তীব্র দহন। তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলের হাহাকার। এবার পর্যাপ্ত পানীয় জলের দাবিতে সরব হল বিজেপি। অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অনান্যরা। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে রামপুরহাট পুরসভা সামনে আসে। মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা।
প্রবল এই গরমে নাভিশ্বাস দশ। নামছে ভূগর্ভস্থ জলস্তর। ফলে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জলসঙ্কট। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভ আঁচ পড়ল রামপুরহাটেও।
এদিকে পানীয় জলের দাবিতে সকাল থেকে দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধে সামিল হলেন গ্রামের মানুষ। ঘটনা বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রামের। অবরোধকারীদের হটানোর চেষ্টা করলে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। গ্রামের মণ্ডল পাড়া, দত্ত পাড়া, গোয়ালা পাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় আজ সকাল থেকে দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধ শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি গ্রামের অধিকাংশ নলকূপের জল দূষিত ও পানের অযোগ্য। কুয়োগুলিতেও জলের স্তর নেমে গিয়েছে। নলবাহিত পানীয় জল এখনও গ্রামে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে গ্রাম জুড়ে শুরু হয়েছে পানীয় জলের তীব্র হাহাকার। গ্রামবাসীদের অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান তৃণমূলের স্থানীয় নেতারা। অবরোধ তুলতে গেলে তৃণমূলে নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তৃণমূল নেতৃত্বের দাবি পানীয় জল সরবরাহের সবরকম চেষ্টা চলছে। অবরোধ তোলার চেষ্টার করার অভিযোগও অস্বীকার করেছেন তাঁরা।
আরও পড়ুন: Sukanta Majumdar: গঙ্গাজল, গোমূত্র পান করিয়ে আগে শুদ্ধকরণ, তবেই দরজা খুলবে বিজেপি, জানালেন সুকান্ত