Birbhum Weather Update 14 July: ছুটির দিনে রোদ নাকি বীরভূমে বৃষ্টিপাত? জেনে নিন আজকের ওয়েদার আপডেট
Weather Update 14 July: অন্যান্য জেলার পাশাপাশি, ছুটির দিনে কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? লাল মাটির দেশের ওয়েদার আপডেট, দেখে নেওয়া যাক এক নজরে।
বীরভূম: উত্তরবঙ্গে এখনও চলছে দফায় দফায় ভারি বৃষ্টিপাত। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গ। কখনও কম তো কখনও বেশি। আজ, ১৪ জুলাই, রবিবার। অন্যান্য দিনের মতো, ছুটির দিনেও কি ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি? নাকি মেঘে ঢাকা আকাশ আর সঙ্গে বৃষ্টিপাত? অন্যান্য জেলার পাশাপাশি, ছুটির দিনে কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? লাল মাটির দেশের ওয়েদার আপডেট, দেখে নেওয়া যাক এক নজরে।
আজ বীরভূমের তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মূলত মেঘলা থাকবে আকাশ। সকাল সাড়ে আটটা নাগাদ বৃষ্টি হতে পারে অল্পবিস্তর। এরপরে দুপুর সাড়ে ৩টে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা ছিটেফোঁটা থেকে মাঝারি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন্টায় ৩ কিলোমিটারের থেকেও কম গতিবেগে বইতে পারে হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ বীরভূমের তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মূলত মেঘলা থাকবে আকাশ। সকাল সাড়ে আটটা নাগাদ বৃষ্টি হতে পারে অল্পবিস্তর। এরপরে দুপুর সাড়ে ৩টে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা ছিটেফোঁটা থেকে মাঝারি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন্টায় ৩ কিলোমিটারের থেকেও কম গতিবেগে বইতে পারে হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৫.০১
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৬.৩০
আরও পড়ুন: Shah Rukh Khan: অমিতাভ-জয়ার পা ছুঁয়ে প্রণাম, করজোড়ে অভিবাদন রজনীকান্ত-সচিনকে, ফের মনজয় করলেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।