Birbhum News: ২৫ লক্ষ টাকা লটারির টোপ, প্রতারণার 'ফাঁদে' শান্তিনিকেতনের যুবক
Fraud In Shantiniketan: অনলাইনে প্রতারণার শিকার শান্তিনিকেতনের এক যুবক। আতঙ্কিত অবস্থায় শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আবীর ইসলাম,বীরভূম: অনলাইনে (online) প্রতারণার (fraud) শিকার শান্তিনিকেতনের (Shantiniketan) এক যুবক (resident)। আতঙ্কিত অবস্থায় শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা শেখ সিকন্দরের কাছে দিন তিনেক আগে, গত ২০ জুলাই, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সঙ্গে ছিল ভয়েস মেসেজ-ও। পেশায় গাড়িচালক সিকন্দরকে তাতে বলা হয়, লটারি পেয়েছেন তিনি। প্রথমে তাতে গুরুত্ব না দিলেও পরে ভয়েস মেসেজটি শোনার পর তিনি সংশ্লিষ্ট নম্বরে ফোন করেন। অভিযোগ, ফোনের ও পার থেকে মুম্বই এসবিআই শাখার কথা বলা হয়েছিল তাঁকে। সঙ্গে জানানো হয়, সিকন্দর লটারি পেয়েছেন। তবে ২৫ লক্ষ টাকা এই লটারির অঙ্ক যদি তিনি পেতে চান তা হলে তাঁকে ১২ হাজার টাকা জমা দিতে হবে। শান্তিনিকেতনের বাসিন্দা ওই যুবকের ছেলে অসুস্থ। ফলে তার চিকিৎসায় টাকা প্রয়োজন। তাই তিনি আর কিছু না ভেবে তৎক্ষণাৎ তাঁদের পাঠানো অ্যাকাউন্ট নম্বরে ১২ হাজার টাকা জমা দিয়ে দেন বলে দাবি। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ, প্রতারকরা ফের তাঁকে ফোন করে জানায়, লটারির অঙ্ক পেতে ১৭ হাজার টাকা জমা দিতে হবে। তখনই সিকন্দর টের পান তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে।
পুলিশের দ্বারস্থ...
জালিয়াত-চক্রের ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরেই শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন সিকন্দর। অভিযোগও জানিয়েছেন। পুলিশের কাছে বলেছেন, তাঁর ভোটার কার্ড, আধার কার্ড এবং অ্যাকাউন্টের খুঁটিনাটি তথ্য নিয়েছে প্রতারকরা। এই অবস্থায় যদি তাঁর সঞ্চয়ের বাকি অর্থও খোওয়া যায়, তা হলে কী হবে ভেবেই অকূল পাথারে পড়েছেন সিকন্দর। যে ছেলের অসুস্থতার কথা ভেবে প্রতারকদের খপ্পরে পড়েছিলেন, তার চিকিৎসার খরচই বা দেবেন কোথা থেকে এখন সেটাই সবথেকে বড় চিন্তা ওই যুবকের। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
আরও পড়ুন:রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি, বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন