Rampurhat Fire: রামপুরহাট হাসপাতাল থেকে 'নিখোঁজ' দগ্ধ প্রত্যক্ষদর্শী নাবালক
এ দিনই তাকে ভয়াবহ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, তাদের চিকিৎসায় গঠিন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও।
রামপুরহাট:
নাবালক নিখোঁজ:
রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে এক অগ্নিদগ্ধ নাবালক। জানা গিয়েছে, হত্যালীলার তিনজন প্রত্যক্ষদর্শীর মধ্যে ১৪ বছরের এই নাবালকও অন্যতম। এ দিনই তাকে ভয়াবহ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, তাদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। এর পর সন্ধে নাগাদ রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) থেকে তার নিখোঁজ হয়ে যাওয়ার খবর মেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী হয়েছিল গতকাল রাতে?
বীরভূমের (Birbhum) রামপুরহাটে (Rampurhat) ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের (TMC) উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন।আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৮ জনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ (Rampurhat Medical College Hospital) সূত্রে এই দাবি করা হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃত ৮ জনের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এখনও চার জন চিকিত্সাধীন বলে হাসপাতাল সূত্রে দাবি। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আক্রান্তরা।
আরও পড়ুন: Rampurhat Fire: 'পেট্রোল ছিটিয়ে ঘর জ্বালিয়ে দিল', ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ 'আক্রান্ত'দের
তোলপাড় রাজ্য রাজনীতি
অন্যদিকে রামপুরহাটের (Rampurhat) গণহত্যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি (Politics)। কিন্তু, পরপর বাড়িতে আগুন লাগাল কে? তা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই, টিভিতে বিস্ফোরণের তত্ত্ব খাড়া করেছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও, বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ।
তৃণমূলের (TMC) পঞ্চায়েত উপপ্রধানকে খুনের বদলা নিতেই কি রামপুরহাটে (Rampurhat) আটজনকে পুড়িয়ে খুন করা হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) শুরুতে গ্রাম্য বিবাদের তত্ত্ব খাড়া করলেও, পরে তৃণমূল (TMC) নেতারা ষড়যন্ত্রের অভিযোগে সরব হন। বিরোধীরা অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: Coochbehar News: জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা, কোচবিহারে অপসারিত পঞ্চায়েত প্রধান