Anubrata Mandal: অনুব্রত ফিরতেই ভিডিও পোস্ট TMCP-র জেলা সভাপতির, 'কী ভেবেছিলে সারা জীবন জেলেই থাকবেন ?'
Birbhum Anubrata TMC Inner Clash: অনুব্রত ফিরতেই বীরভূমে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্য়ে, TMCP-র জেলা সভাপতির বিরুদ্ধে অভিষেকের কাছে নালিশ
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত ফিরতেই বীরভূমে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্য়ে। এবার সোশাল মিডিয়ায় আস্ফালন টিএমসিপি-র জেলা সভাপতির। দলেরই একাংশকে নিশানা অনুব্রত-ঘনিষ্ঠ বলে দাবি করা টিএমসিপি জেলা সভাপতির। টিএমসিপি-র জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে অভিষেকের কাছে নালিশ। অভিষেককে চিঠি বীরভূম টিএমসিপি-র সহ সভাপতি প্রীতম দাসের। দলেরই সদস্য-সমর্থকদের ফোনে হুমকি-গালিগালাজের অভিযোগ। কিছু জানেন না বলে দাবি টিএমসিপি-র জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের।
অনুব্রত ফিরতেই বীরভূমে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্য়ে
তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ছাত্র সংগঠনের জেলা সহ-সভাপতি প্রীতম দাস। অভিযোগের প্রতিলিপি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং জেলা তৃণমূলের কোর কমিটির কাছেও পাঠানো হয়েছে।
TMCP-র জেলা সভাপতির বিরুদ্ধে অভিষেকের কাছে নালিশ
চিঠিতে প্রীতম অভিযোগ করেছেন, প্রায় রাতেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকদের একাংশকে ফোন করে গালিগালাজ করেন ও হুমকি দেন বিক্রমজিং। মধ্য রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে নাম না-করে জেলার বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্যও করেন এবং হুমকি দেন তিনি। সকাল হলে আবার সেই লাইভ মুছে দেন বিক্রমজিৎ বলেও প্রীতমের দাবি।
'কী ভেবেছিলে অনুব্রত মণ্ডল সারা জীবন জেলেই থাকবেন ?'
প্রীতম বলেন,'আমাদের দল ও ছাত্র সংগঠন কোনও অপসংস্কৃতির সঙ্গে আপস করে না। রাত হলেই সমাজ মাধ্যমে এসে হুমকি দিচ্ছেন সভাপতি । দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেই সমস্ত প্রমাণ-সহ উচ্চ নেতৃত্বের দ্বারস্থ হলাম। আশা করি দল। উপযুক্ত ব্যবস্থা নেবে।' বিক্রমজিৎ বলেন, 'আমি এখনো এই বিষয়ে কিছু জানি না। যা জানানোর আমি দলকেই জানাব। তার পরে দল সিদ্ধান্ত নেবে।'
আরও পড়ুন, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর, 'যাদের নাম বাদ পড়েছে..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।