Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Rampurhat Violence: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে।
LIVE

Background
Rampurhat Violence Live: রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।
Rampurhat Violence Live: ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসির চাঞ্চল্যকর দাবি
রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার। এর মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ওই দিন দাউদাউ করে আগুন জ্বলছিল। কান্নাকাটি চলছিল ভাদু শেখের বাড়িতে। আনারুলই গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি। ওই সব করিয়েছে। চারদিকে বোমা ফাটছিল। আমরা প্রাণভয়ে খাটের তলায় লুকিয়েছিলাম।”
Rampurhat Violence Live: বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট
এ দিকে, বুধবারই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করল বিজেপির (BJP) পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়ার টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে উল্লেখ।
Rampurhat Violence Live: বাইরে দিকে জানলা কেন ছিল না ঘরে? মৃত্যুভয় চেপে বসেছিল ভাদু শেখের?
বাইরে দিকে জানলা কেন ছিল না ঘরে? মৃত্যুভয় চেপে বসেছিল ভাদু শেখের?
Rampurhat Violence Live: রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই
রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই। আজ তাঁদের খোঁজে বগটুই গ্রামের পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে CBI।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
