Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Rampurhat Violence: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে।
LIVE
![Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/2d5a983ac2fc5b8da28e758d6dbb94b7_original.jpg)
Background
নান্টু পাল, বীরভূম: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। ঢের আগেই নিভে গিয়েছে দাউদাউ (Rampurhat Fire) করে জ্বলতে থাকা আগুন। কিন্তু জতুগৃহের উত্তাপ এখনও ভালই বোধ হচ্ছে সর্বত্র। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে। ঘরছাড়ারা এখনও গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। আবার গ্রামে যাঁরা রয়েছেন, বাড়ির বাইরে পা রাখার সাহস জুটিয়ে উঠতে পারছেন না তাঁরাও।
এখনও গ্রামছাড়া বহু মানুষ
বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের বগটুইয়ের ওই ঘটনার আঁচ বিধানসভা থেকে দিল্লির সংসদেও পৌঁছে গিয়েছে। কিন্তু আতঙ্কে এখনও গ্রামে ফিরতে পারেননি বহু মানুষ। তাই পূর্বপাড়া গ্রামে পা রাখলেও চোখে পড়ে, সারি সারি বাড়িতে তালা ঝুলছে। তাড়াহুড়ো করে কোনও রকমে বেরিয়ে পড়তে গিয়ে যে মাথা কাজ করেনি, তা বোঝা যাচ্ছে, জানলার দিকে তাকালেই।
কারণ প্রাণের ভয়ে ঘরছাড়া বহু মানুষ, দরজায় একটি তালা ঝুলিয়ে দিলে, নেভাতে ভুলে গিয়েছেন ঘরের আলো।তাই এ মাথা থেকে ও মাথা, গ্রামের একটি বড় অংশ শুনশান হয়ে গেলেও, অন্ধকার ফুঁডে় কিছু বাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসছে আলোর আভা। আদালত সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিলেও, গ্রামে এখনও মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসিটিভি।
রাতে ঘরে থাকছেন না বহু গ্রামবাসী
কিন্তু এত কিছুর পরেও গ্রামে ফিরতে ভরসা পাচ্ছেন না বহু মানুষ। সেই রাতে জতুগৃহের (Bogtui Arson) দৃশ্য এখনও চোখের সামনে ভেসে উঠছে তাঁদের। তাই ভিটেমাটির মায়া টানলেও, আবেগ সামলে নিচ্ছেন তাঁরা। রাজ্য সরকার আশ্বস্ত করলেও, বাড়ি ফেরার সাহস পাচ্ছেন না কেউ। তাঁদের আশঙ্কা, থানা-পুলিশ যাই হোক না কেন, গ্রামে ফিরলে ফের যে অশান্তি বাঁধবে না, তার সুনিশ্চিত করবে কে?
আবার ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়ে একাংশ যদিও বা নিরাপদ বোধ করছেন, গ্রামে এখনও রয়ে গিয়েছেন যাঁরা, আতঙ্কে প্রহর গুনছেন তাঁরা। আগামী দিনে আদৌ গ্রামে থাকা চলবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। প্রয়োজনীয় কাজ মেটাতে কেউ কেউ দিনের বেলায় যাও বা বাড়ির বাইরে পা রাখছেন, সন্ধ্যা নামার আগে খিল তুলে দিচ্ছেন দরজায়। অনেকে আবার সন্ধ্যা নামার আগেই তল্পিতল্পা নিয়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। রাতটুকু অন্যত্র কাটিয়ে ফিরে আসছেন সকালে। তাই প্রশ্ন উঠছে, পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয়, আগামী দিনে বগটুইবাসীকে আদৌ নিরাপদ বোধ করানো যাবে তো!
Rampurhat Violence Live: রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।
Rampurhat Violence Live: ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসির চাঞ্চল্যকর দাবি
রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার। এর মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ওই দিন দাউদাউ করে আগুন জ্বলছিল। কান্নাকাটি চলছিল ভাদু শেখের বাড়িতে। আনারুলই গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি। ওই সব করিয়েছে। চারদিকে বোমা ফাটছিল। আমরা প্রাণভয়ে খাটের তলায় লুকিয়েছিলাম।”
Rampurhat Violence Live: বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট
এ দিকে, বুধবারই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করল বিজেপির (BJP) পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়ার টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে উল্লেখ।
Rampurhat Violence Live: বাইরে দিকে জানলা কেন ছিল না ঘরে? মৃত্যুভয় চেপে বসেছিল ভাদু শেখের?
বাইরে দিকে জানলা কেন ছিল না ঘরে? মৃত্যুভয় চেপে বসেছিল ভাদু শেখের?
Rampurhat Violence Live: রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই
রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই। আজ তাঁদের খোঁজে বগটুই গ্রামের পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে CBI।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)