TET Protest Agitation: টেট উত্তীর্ণদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে জেলায় জেলায় প্রতিবাদ বিজেপি ও সিপিএমের
Political Parties Protest: টেট উত্তীর্ণদের উপরে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ বিজেপি ও সিপিএমের।বীরভূম থেকে হুগলি, পথে নামল বিরোধী দলগুলি।
ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, বীরভূম, হুগলি ও পশ্চিম বর্ধমান: টেট উত্তীর্ণদের (TET Agitators) উপরে পুলিশি (police) অত্যাচারের (atrocity) অভিযোগ তুলে রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ (protest) বিজেপি (BJP) ও সিপিএমের (CPM)। বীরভূম (birbhum) থেকে হুগলি (hooghly), পথে নামল বিরোধী দলগুলি।
বীরভূমে বিক্ষোভ বিজেপির...
নিয়োগের দাবিতে ধর্না ও আমরণ অনশনে বসা টেট উত্তীর্ণদের বৃহস্পতিবার রাতেই তুলে দিয়েছিল পুলিশ। তার প্রতিবাদে শনিবার রাজ্যের অন্য জেলার পাশাপাশি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকড়তলা থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের বিরুদ্ধে অমানবিক অত্যাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ এনে এদিন বিজেপির পক্ষ থেকে খয়রাশোলের কাঁকড়তলায় ‘পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো’ বলে স্লোগান তোলা হয়। গোটা বিক্ষোভের নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার কেন্দ্রীয় সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা।
অবরোধ হুগলির শ্রীরামপুরে...
সল্টলেকের করুণাময়ীতে যা ঘটেছে, তার প্রতিবাদে এ দিন শ্রীরামপুর বটতলাতেও অবরোধ বিক্ষোভ করে বিজেপি। শ্রীরামপুর বটতলার পাঁচমাথার মোড়ে জি টি রোড অবরোধ করা হয়। পরিস্থিতি সামলাতে এসে পৌঁছয় চন্দনগর কমিশনারেটের পুলিশ।
পশ্চিম বর্ধমান...
পিছিয়ে ছিল না সিপিএমও। রাতের অন্ধকারে করুনাময়ীতে টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ যে ভাবে তুলে দিয়েছে তার প্রতিবাদে রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম। কিছুটা গণ্ডগোলও হয়। বস্তুত গত কালই প্রতিবাদের আগুনে ঝলসে উঠেছিল শহর। করুণাময়ীতে ২০১৪’র টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে পথে নেমেছিল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। গতকাল SFI ও DYFI’এর সেই বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক সিটি সেন্টার মোড়। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে বাম কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। পথে নামে কংগ্রেস-বিজেপিও। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। পাঁজাকোলা করে বিজেপি কর্মীদের তোলা হয় পুলিশের গাড়িতে। অন্যদিকে, বিধানভবন থেকে মেয়ো রেড পর্যন্ত অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। জেলায় জেলায় সেই রেশ জারি রইল আজও। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মাত্র মিনিট পনেরোর অপারেশনে টেনে-হেঁচড়ে, ঠেলে ধাক্কিয়ে, আবার কখনও চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে দিয়েছিল পুলিশ।