(Source: ECI/ABP News/ABP Majha)
Agnimitra Arrested: গ্রেফতার বিধায়ক অগ্নিমিত্রা পাল, BJP-র কর্মসূচি ঘিরে উত্তেজনা আসানসোলে
Agnimitra Paul Arrested: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
পশ্চিম বর্ধমান: বিজেপির (BJP) মাটি সংগ্রহ কর্মসূচি ঘিরে আসানসোলে (Asansol) তীব্র উত্তেজনা। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেড ভেঙে মিছিল বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গ্রেফতার (BJP leader Agnimitra Paul Arrested) করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol South Police Station)।
'মেরা মাটি মেরা দেশ'
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি ঘোষিত 'মেরা মাটি মেরা দেশ', কর্মসূচি ইতিমধ্য়েই শুরু হয়েছে। গতমাসে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সংগ্রহ করেন কালীঘাট মন্দিরের মাটি। পাশাপাশি যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও। দক্ষিণ কলকাতায় বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও মাটি সংগ্রহ করা হয় গত মাসে।
কেন এই মাটি সংগ্রহ কর্মসূচি ?
মূলত জুলাই মাসের শেষে 'মন কী বাত' অনুষ্ঠানে এই কর্মসূচির কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সরকারি কর্মসূচি হলেও, এরপর প্রতিটি রাজ্যের বিজেপি নের্তৃত্বকেও অংশ নিতে বলা হয়। রাজ্য বিজেপির কাছে 'বাংলার মাটি, বাংলার গাছ', পাঠানোর নির্দেশ আসে কেন্দ্রের তরফে। স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি দেশ স্বাধীনের পরে যে সকল সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের জন্য শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি।
'অমৃত কলস'
সিদ্ধান্ত নেওয়া হয়, শহিদদের গ্রাম বা শহর থেকে মাটির কলসি করে মাটি নিয়ে যেতে হবে দিল্লিতে। এর নাম হবে 'অমৃত কলস।' দেশের বিভিন্ন প্রান্ত ৭৫০০ কলসি মাটি দিল্লিতে পৌঁছবে। পাশাপাশি ৭৫০০ জায়গা থেকে নিয়ে যাওয়া হবে গাছের চারা। ঠিক হয়েছে বিভিন্ন জায়গার মাটি এবং গাছ দিয়ে দিল্লিতে তৈরি হবে একটি বাগান। তার নামকরণ প্রধানমন্ত্রী মোদিই করেছেন।
আরও পড়ুন, 'কীভাবে আমাকে দেওয়া ED-র চিঠি, শুভেন্দুর কাছে যাচ্ছে ?' , CBI তদন্তের দাবি অভিষেকের
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন
মূলত বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার ঠিক আগে কর্ণাটকের কাঁটা ছাড়া, দেশের একাধিক বিধানসভায় চলতি বছরে বেশ ফল করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই এখন গেরুয়া শিবিরের পাখির চোখ প্রতিটা রাজ্যেই। বিশেষ করে বিরোধী দলের শাসিত রাজ্য তো বটেই। একের ইন্ডিয়া জোট এবছর নতুন করে চাপ বাড়িয়েছে। তার উপর এরাজ্যে একুশের বিধানসভায় হার, এমনকি আসানসোলের লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও হার এখনও দগদগে বিজেপির কাছে। তাই একুশের পুরনো টোটকায় 'পঞ্চপান্ডব' হোক, কিংবা অন্য কোনও মাস্টারস্ট্রোক, এবার হাতছাড়া করতে রাজি নয় কেন্দ্রের বিজেপি সরকার।