Sanghamitra Chaudhuri: 'বিধানসভায় যতই চিৎকার করে, ভিতরে সবার সঙ্গে সবার ভাল সম্পর্ক', তৃণমূলে এসেই বিস্ফোরক বিজেপি নেত্রী
TMC BJP News:শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সেই সঙ্ঘমিত্রা চৌধুরী। আর দল বদল করেই যা বললেন, তা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই।

কলকাতা: তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী। আর দলবদল করেই তাঁর প্রাক্তন ও বর্তমান দল সম্পর্কে এক আজব মন্তব্য করে বসলেন। বললেন, দু'টোই ডানপন্থী দল। মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু একদিন অটলবিহারী বাজপেয়ীর হাত ধরেই নেত্রী হয়েছিলেন। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাজরা মোড়ে এই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশিস কুমার।
ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী। বিজেপির রাজ্য কার্যকরী সমিতির বর্তমান সদস্য। শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সেই সঙ্ঘমিত্রা চৌধুরী। আর দল বদল করেই যা বললেন, তা শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, 'যেহেতু বিরোধী আমরা এক অপরের বিরোধিতা করি কিন্তু দু'টোই ডানপন্থী দল। এটা কিন্তু নয় যে এটা বামপন্থী দল আর মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু একদিন অটলবিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন। আমি কোনওদিন মমতা বন্দোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্য়ে, আমার ফেসবুকে মানে কোনও সমাজ মাধ্যমে কোনওদিন কোনও খারাপ কথা বলিনি। কারণ আমি তাঁকে সম্মান করেছি। আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার কিন্তু ভাল সম্পর্ক।'
যদিও এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'সেই তৃণমূল এক হলে আমি কি সেই তৃণমূল ছাড়তাম আমি এবিষয়ে কোনও মন্তব্য করব না। বিজেপি কোনও ব্যক্তিনির্ভর দল নেই।'
সদ্য বিজেপি ছে়ড়ে তৃণমূলে যোগ দেওয়া নেত্রীর মুখে, তৃণমূল-বিজেপির এহেন গভীর সম্পর্কের তত্ত্ব শুনে সিপিএম উচ্ছ্বসিত। এদিকে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাঙনে উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে।






















