Suvendu Adhikari: সপ্তপদী রিভিজিটেড: 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্যে শুভেন্দুর মধ্যে রিনা ব্রাউনের ছায়া দেখলেন কুণাল
Kunal Ghosh: মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানেই ওই বিশেষ মুহূর্তের কথা উঠে আসে তাঁর মুখে।
কলকাতা: গঙ্গা পেরিয়ে হাওড়ায় পৌঁছয়নি তাঁর নেতৃত্বাধীন বিজেপি-র নবান্ন অভিযান মিছিল (BJP Nabanna Abhijan)। তার আগে কলকাতাতেই পুলিশের হাতে আটক হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসায় জড়িয়ে পড়ার পাশাপাশি, মহিলা পুলিশকর্মীকে নিয়ে আপত্তির কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। মঙ্গলবার দুপুর থেকে সংবাদমাধ্যমে সেই দৃশ্য ঘুরেফিরে এসেছে বার বার। তা নিয়ে এ বার শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। 'সপ্তপদী'র (Saptapadi) রিনা ব্রাউনের (Rina Brown) চরিত্রের সঙ্গে শুভেন্দুকে তুলনা করেছেন তিনি।
শুভেন্দুকে দেখে মহানায়িকার অভিনয় মনে পড়ে গেল কুণালের!
মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানেই ওই বিশেষ মুহূর্তের কথা উঠে আসে তাঁর মুখে। কুণাল বলেন, "দু'-তিন জন মহিলা পুলিশ কর্মী তাঁদের কর্তব্য পালন করছিলেন। তাঁদের উনি বলছেন, 'ডোন্ট টাচ মাই বডি (আমাকে স্পর্শ করবেন না)। আপনি নারী, আমি পুরুষ'। অনেক দিন বাদে একজন পুরুষকে দেখা গেল প্রকাশ্যে প্রমাণ দিতে যে তিনি পুরুষ। বলেছেন, 'ডোন্ট টাচ মাই বডি'। মানে কী! ।"
এর পরই সরাসরি 'সপ্তপদী'র প্রসঙ্গ টানেন কুণাল। তিনি বলেন, "যা বিনোদন দেখালেন শুভেন্দু অধিকারী! এর নাম হচ্ছে 'সপ্তপদী রিভিজিটেড'। রিনা ব্রাউন বলেছিলেন, 'ও আমাকে টাচ করবেন না'। আজ মহিলা পুলিশকে দেখিয়ে শুভেন্দু অধিকারী বললেন, 'ডোন্ট টাচ মাই বডি'।"
আরও পড়ুন: BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক শুভেন্দু, তোলা হল প্রিজন ভ্যানে
মঙ্গলবার তিন দিক থেকে নবান্ন ঘেরার লক্ষ্য ছিল বিজেপি-র (BJP) সেই মতো পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহারা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী এ পিছু হটতে বলেল ফুঁসে ওঠেন শুভেন্দু। মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, "আমার শরীর স্পর্শ করবেন না। আপনি মহিলা, আমি পুরুষ। আপনার সিনিয়রকে ডাকুন।"
নবান্ন অভিযানে যাওয়ার পথে মহিলা পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু
জবাবে ওই মহিলা পুলিশ আধিকারিক বলতে থাকেন, "আমি স্পর্শ করছি না। আপনি চলুন।" তার পরও থামেননি শুভেন্দু। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সঙ্গে বিরোধী দলনেতার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সব ক্যামেরায় তোলা আছে বলেও মন্তব্য করেন। এর পরই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। তবে মহিলা পুলিশকর্মীকে নিয়ে ওই মন্তব্যে শুভেন্দুকে বিঁধে চলেছে তৃণমূল। আর সেই প্রসঙ্গেই 'সপ্তপদী' ছবির কথা উঠে এসেছে কুণালের মুখে, যেখানে প্রণয়পর্বের আগে কৃষ্ণেন্দুরূপী উত্তমকুমারের স্পর্শ সহ্য করতে না পেরে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছিল রিনারূপী সুচিত্রা সেনকে।