BJP : নবান্ন অভিযানের ধাঁচে এবার জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি বিজেপির, কবে থেকে
BJP Abhijan : বিজেপি সূত্রে দাবি, জেলায় জেলায় জেলাশাসক বা মহকুমাশাসকের দফতর ঘেরাও করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

দীপক ঘোষ, আশাবুল হোসেন, কলকাতা : দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ১৩ সেপ্টেম্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গঙ্গার দু’পাড়। পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ থেকে লালবাজারের অদূরে পুলিশের গাড়িতে আগুন লাগানো। কিংবা কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আক্রান্ত হওয়া। সব মিলিয়ে এই কর্মসূচির দিকে নজর ঘুরে গেছিল সবার। সূত্রের খবর, কালীপুজো মিটলেই এবার নবান্ন অভিযানের ধাঁচে জেলায় জেলায় কর্মসূচি নিতে চলেছে বিজেপি।
আন্দোলনের রূপরেখা
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বিজেপি সূত্রে খবর, সেকথা মাথায় রেখে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই ময়দানে ঝাঁপাতে চাইছে তারা। কিন্তু কেমন হবে সেই আন্দোলনের রূপরেখা? বিজেপি সূত্রে দাবি, জেলায় জেলায় জেলাশাসক বা মহকুমাশাসকের দফতর ঘেরাও করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা
বিজেপি সূত্রে খবর, কালীপুজো মিটলেই এ নিয়ে আলোচনায় বসবে দল। এক এক জন নেতাকে একাধিক জেলার দায়িত্ব দেওয়া হবে। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে একেবারে মণ্ডল স্তর থেকে সংগঠনকে প্রস্তুত করতে চাইছে গেরুয়া শিবির।
বিজেপি রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, গতবারের মতো এবার পঞ্চায়েত ভোট করতে দেব না! তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' একুশে হারার পর বলবে পরেরবার হারাব। তারপর আবার বলবে পরেরটা হারাব। গাজর যদি ঝুলিয়ে না রাখে তবে ওদের কর্মীরা তো ওদের চেয়ার ধরে টানবে। '
বিজেপি সূত্রে দাবি, এ মাসের শেষ সপ্তাহেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।
গত ১৩ সেপ্টেম্বর, হাওড়া থেকে কলকাতা, বিজেপির আন্দোলনে উত্তাল হয় গঙ্গার দু’পাড়। চার ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতের পথে গেলেন বিজেপির কর্মী-সমর্থকরা। আহত হন আন্দোলনকারীরা, রক্ত ঝরে পুলিশেরও। মঙ্গলবার বিজেপির নবান্ন চলো কর্মসূচির অন্যতম ভরকেন্দ্র ছিল হাওড়ার সাঁতরাগাছি। সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ।
সূত্রের খবর, দলীয় বৈঠকে নবান্ন অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যখন চাকরি দিচ্ছি, উন্নয়ন করছি, তখন বিজেপি নবান্ন অভিযান করে ধংসাত্মক পথ নিচ্ছে। ওদের অভিযানে লোক হয়নি। সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই। বেলুন ফুটো হয়ে গেছে। এসব ওরা করছে পাবলিসিটির জন্য।
এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়। এবার পুজোর পর আবারও নতুন করে জেলায় জেলায় কর্মসূচি নেবে বঙ্গ বিজেপি।






















