Sukanta On TMC: শমীকের সভাপতি নির্বাচনের সভায় মা কালীর ছবি ঘিরে বিতর্ক, 'ভাবাবেগে আঘাত লেগেছে', বললেন শশী পাঁজা
BJP Rally Kali Idol Controversy Sukanta Attacks Sashi: রাজনৈতিক মঞ্চের পিছনে মা কালীর ছবি কেন ? শশী 'কটাক্ষ'-র পাল্টা সুকান্ত মজুমদার

কলকাতা: শমীক ভট্টাচার্যের সভাপতি নির্বাচনের সভায় মা কালীর ছবি বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে, রাজনৈতিক মঞ্চের পিছনে মা কালীর ছবি কেন ? আমরা আহত হয়েছি। আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে। ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে কালীর ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকদল। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, চারিদিকে তৃণমূলের অসুররা ঘুরে বেড়াচ্ছে। তাঁদের রাজনৈতিক নিধন প্রয়োজন। সেই কারণেই মঞ্চে কালীর ছবি রাখা হয়েছিল বলে দাবি সুকান্তর।
তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, 'রাজনৈতিক মঞ্চে ব্যাকড্রফে এই ছবি ( বলে তিনি নিজের হাতে সেই ছবির প্রিন্ট আউট তুলে ধরেন)। এই ছবিগুলির মধ্যে দেখলাম মা কালীর ছবি। আমাদের ভাবাবেগে আঘাত লেগেছি। আমরা আহত হয়েছি। মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন ? প্রধানমন্ত্রী ২০২৪ সালে গত লোকসভা নির্বাচনের আগে, তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই। ভগবান আমায় সরাসরি পাঠিয়েছেন। একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। রাজনৈতিক মঞ্চে। এরপরেই শশী পাঁজার নিশানা, মাকেও (মা কালী) আর ছাড়লেন না ! আপনি ধর্মের নিন্দা করলেন।'
অপরদিকে, সুকান্ত মজুমদার বলেন, আমরা মা কালীর মন্ত্র নিয়ে, জয় মা কালী বলে, নামতে যাই। মা কালী যেভাবে অসুর দম করেছিল, তৃণমূলের আমলে চারদিকে শুধু অসুর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অসুরদের নিধন প্রয়োজন আছে। রাজনৈতিকভাবে এদের নিধন হবে। এবং আগামীদিনে এখানে রামরাজত্ব প্রতিষ্ঠা হবে। পাশাপাশি তৃণমূল নেত্রীর অভিযোগ উড়িয়ে বলেন, মোদিজির ছবি ওখানে ছিল না। আমরা মাল্যদান করেছি। একদিকে মা কালীর ছবি ছিল। সেখানে অন্য কারও ছবি ছিল না। ওরা হয়তো ভিডিওতে দেখেছে। ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে, LED ছিল। সেখানে মোদিজির ছবি ছিল। সেই জন্য আমি শশী পাঁজা সহ অন্যান্য তৃণমূল নেত্রীরা যারা আছেন, তাঁদেরকে বলব, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে, সেটাকে বিশ্বাস করবেন না। আগে নিজে দেখে শুনে , তারপরে বিশ্বাস করবেন।' সুকান্তর পরামর্শ, সম্ভবত শশী পাঁজা, মাননীয়া মন্ত্রীর চোখে সমস্যা হয়েছে, সেটা সরানোর ব্যবস্থা করুন।






















