BJP Rift In Ashoknagar: লোকসভা ভোটে আর্থিক তছরূপের অভিযোগ মণ্ডল সভাপতির বিরুদ্ধে, অশোকনগরে প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব
Ashoknagar News: অশোকনগরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা ভোটের সময় অশোকনগর এক নম্বর মণ্ডলের সভাপতি উৎপল কর্মকার দলের তহবিলের টাকা তছরূপ করেছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের।
সমীরণ পাল, অশোকনগর: সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা ভোটে আর্থিক তছরূপের অভিযোগ করে সোশ্যাল সাইটে মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্ট করলেন বিজেপির একদল কর্মী-সমর্থক। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলে অশোকনগরের গুমা এলাকায় (BJP Rift In Ashoknagar)। সাংগঠনিক কাজকর্মের জন্য যা ভেঙে নাম দেওয়া হয়েছে অশোকনগর এক নম্বর মণ্ডল । এই মণ্ডলের সভাপতি উৎপল কর্মকারকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: Train Cancelled: আজ ও কাল বাতিল এই ট্রেন, শর্ত মেনে ফেরত দেওয়া হবে টিকিটের টাকা
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বিজেপি কর্মীদের অভিযোগ, উৎপলবাবু লোকসভা ভোটের প্রচারের এবং মিটিং মিছিলে যাওয়ার বাস নিয়ে সঠিক তথ্য দলকে দেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার জন্য দল থেকে দেওয়া টাকা নিয়ে তছরূপ করে তিনি সাধারণ কর্মী ও বুথ সভাপতিদের বঞ্চিত করেছেন। দল থেকে যে অর্থ পাওয়া গেছে তার অনেকটাই তিনি আত্মসাৎ করেছেন। মণ্ডল সভাপতির জন্য দলীয় কর্মীরা কাজ করতে চেয়েও পারেননি। ফলে দলের ভালো ফল হয়নি। মণ্ডল সভাপতিই এই এলাকায় দলের খারাপ অবস্থার জন্য দায়ী।
যদিও ফেসবুকের এই পোস্টে বিচলিত নন উৎপলবাবু। রাজীবপুর এলাকায় নিজের বাড়িতে বসে এপ্রসঙ্গে তিনি সাফ জানালেন, "দলের কাছে সমস্ত তথ্যই দেওয়া হয়েছে। আর্থিক তছরূপের অভিযোগ যারা করছে তারা অন্য দল থেকে বিজেপিতে আসা সুযোগ-সন্ধানী। দলীয় পদ না পাওয়াতেই হতাশার কারণে এসব পোস্ট করছে ওরা।"
অন্যদিকে হাবরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদারের দাবি, বিজেপির এটাই চরিত্র। সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না ভোটের আগে আর্থিক তছরূপ করার জন্যই আসরে নেমে পড়ে। তৃণমূল নেতার সাফ কথা, এই রাজ্যে বিজেপির কোনও ভবিষ্যৎ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের মনে আছে এবং থাকবে। বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন রাজ্যের মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।