Dilip Ghosh On BJP Rally : 'আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ', আজ পথে BJP, হুঙ্কার দিলীপের
BJP Rally In Kolkata : 'রাজ্যে গণতন্ত্র মাটি ছাপা পড়ে গেছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে।' , বললেন দিলীপ
কলকাতা : মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের (Panchayat Poll Violence) অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি (BJP)। 'আমরা আমাদের কাজ করব, পুলিশ পুলিশের কাজ করবে', আজকের মিছিল প্রসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
BJP র মিছিলের অ্যাজেন্ডা
বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ) ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছেএবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।
'গণতন্ত্র মাটি ছাপা পড়ে গেছে'
এসবের প্রতিবাদে, বুধবার পথে নামছে তারা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির মহা মিছিল। তাঁদের দাবি, পুলিশের অনুমতি না মিললেও, তাঁরা মহা মিছিল করবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ' পুলিশ নিজেই অশান্তি করছে। আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব। যারা হায় গনতন্ত্র বলে সাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যে গণতন্ত্র মাটি ছাপা পড়ে গেছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে। চশমার দোষ আছে। '
অন্যদিকে ভাঙড়-অশান্তি নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চান না, তাই ভাঙড়ে শান্তি ফিরছে না। ওঁরা হস্তক্ষেপ বন্ধ করলে ভাঙড়ে নিজে থেকেই শান্তি ফিরে আসবে। নওশাদকে তো আটকে দিয়েছে। ঢুকতেই পারেনি। '
মণিপুরে তৃণমূল
প্রসঙ্গত উল্লেখ্য, অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর। এই নিয়ে দিলীপের কটাক্ষ, রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বিজেপির ৫ মহিলা সাংসদ বাংলায়
অন্যদিকে বাংলার ভোট-সন্ত্রাস দেখতে রাজ্যে এসেছে বিজেপির ৫ মহিলা সাংসদ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পর আজ হাওড়ার আমতায় গেলেন তাঁরা। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। মঙ্গলবার দেগঙ্গার ৩টি এলাকায় যান সাংসদ সরোজ পাণ্ডেরা। কলকাতায় ফিরে মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির ৫ মহিলা সাংসদ। এর আগে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম গত সপ্তাহে রাজ্য এসেছিল।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন