Maheshtala News: মহেশতলায় উদ্ধার বিজেপি কর্মী রক্তাক্ত দেহ, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের
BJP worker Death: বিজেপির একজন কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করল তাঁর পরিবার। মহেশতলার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবকের নাম তাপস মণ্ডল।
জয়ন্ত রায়, মহেশতলা: মহেশতলায় (Maheshtala) বিজেপি (BJP) কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল। মৃতের নাম তাপস মণ্ডল। বয়স আনুমানিক ৩৬ বছর। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরবেলায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাছারি বাগান এলাকার বাসিন্দা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর বাড়ির লোককে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবকের পরিবারের সদস্যরা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে দোলের দিনেও ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। তখন ওই যুবকের পরিবার এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাপস বিজেপি করে বলেই তৃণমূলের লোকজনরা তাঁকে মারধর করেছে। তবে এবার, ঠিক কী কারণে মৃত্যু বা কারা তাঁকে মেরেছে তা সঠিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
স্থানীয়দের দাবি, ওই যুবক নিয়মিত নেশা করত। পাশাপাশি যেখান থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছেন যে ওই যুবক ঘটনার সময় একাই ছিলেন। আর তিনি ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের গেট পার হতে গিয়ে নিচে পড়ে যান। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন: Serampore News: নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত অধ্যাপকের ২০ বছরের জেল
ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে ওই যুবকের পাঁচ সঙ্গীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরাও তদন্ত শুরু করে মৃত্যুর সঠিক কারণের সন্ধানে তথ্য সংগ্রহ শুরু করেছেন। তবে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যামেরার সামনে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। ত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।