Paschim Medinipur:২ জ্যারিকেন ভর্তি বোমা উদ্ধার পশ্চিম মেদিনীপুরে
TMC Infighting: বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। এমনিতেই শাসকদলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' ঘিরে চাপা উত্তেজনা ছিল সেখানে।এবার দুই জ্যারিকেন ভর্তি তাজা বোমা উদ্ধার হল সেখান থেকে।
পশ্চিম মেদিনীপুর: বোমা উদ্ধার (Bomb Recovery) ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মোহনপুরে। এমনিতেই শাসকদলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' (TMC Infighting) ঘিরে চাপা উত্তেজনা ছিল সেখানে। এবার দুই জ্যারিকেন ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় নতুন করে হইচই শুরু হয়।
কী জানা গেল?
রবিবার মোহনপুরের এক জঙ্গল থেকে ওই বোমা উদ্ধার হয়। খবর পেতেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। গত কাল দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগে পথ অবরোধ করে তৃণমূল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যেখানে এই ঘটনা ঘটেছিল তার থেকে মাত্র ২০০ মিটার দূরেই এই তাজা বোমা উদ্ধার হয়। অবশ্য এই রাজ্যে বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। বিশেষত ভোট যত এগিয়ে আসছে, তত একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে। সপ্তাহদুয়েক আগেই যেমন মুর্শিদাবাদের রানিনগর এলাকা থেকে বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার হয়।
কী ঘটেছিল মুর্শিদাবাদে?
সূত্রের খবর, রানিনগরের নজরানা গ্রামের একটা ফাঁকা মাঠে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বম্ব স্কোয়াড বাহিনীও সেখানে আসে। নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। কে বা কারা কেনই বা বোমাগুলি সেখানে রেখেছিল ? তার তদন্ত শুরু করে রাণীনগর থানার পুলিশ। তার আগে, নদিয়ার কালীগঞ্জের মোলান্দিতে ৬২টি সকেট বোমা নিষ্ক্রিয় করেছিল সিআইডি-র বম্ব স্কোয়াড। জানা গিয়েছিল, কালীগঞ্জের মোলান্দি গ্রামে সিপিআইএম নেতা হকসাদ মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় ওই বোমা গুলি। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই বাঁচিয়ে দেয় বম্ব স্কোয়াড। গোপন সূত্রে খবর পেয়ে, কালীগঞ্জ থানার পুলিস ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারটি ড্রামে রাখা ৬২টি সকেট বোমা উদ্ধার করেছিল। সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেছিল। উল্লেখ্য, গত মাসেই ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি-সহ পাঁচ জন আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত মাসের শুরুতেই কালীগঞ্জে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে সেই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য় ছড়িয়েছিল। কালীগঞ্জের মোলান্দি এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তাঁরা এলাকাটি ঘিরে রাখেন। এরপরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিকে কিছুদিন আগেই কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন। আর বোমা মারার ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে তিনটি ড্রামে ২৭টি বোমা উদ্ধার হয়। বোমা গুলি নিষ্ক্রিয় করেছিল বম্ব স্কোয়াড।
আরও পড়ুন:গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা