(Source: Poll of Polls)
Durga Puja Donation: পুজোয় অনুদানে সায়, তবে হিসেব-নিকেশ সমেত, রাজ্যকে ছয় শর্ত ধরাল হাইকোর্ট
Calcutta High Court: পুজোর অনুদান নিয়ে আদালতে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
কলকাতা: পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার (Durga Puja Donation) রাজ্য সরকারের সিদ্ধান্তে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতো, প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য সরকার, যাতে ২৪০ কোটি টাকা খরচ হবে। তবে ছয় শর্তে রাজ্য সরকারের পুজো অনুদানে সায় দিয়েছে আদালত।
পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ায় সায় আদালতের
পুজো অনুদান নিয়ে আদালতে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা যেখানে আটকে, সেখানে পুজোয় এ ভাবে কোটি কোটি টাকার অনুদান কতটা যুক্তিযুক্তি প্রশ্ন তোলেন মামলাকারীরা। মঙ্গলবার সেই মামলার রায় দিতে গিয়ে রাজ্যকে অনুদান দেওয়ায় অনুমোদন দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তবে ছয় শর্ত ধরানো হয়েছে রাজ্যকে। সেগুলি হল— অনুদান দেওয়ার ক্ষেত্রে আদালতের আগের সমস্ত নির্দেশ এবং গাইডলাইন মেনে চলতে হবে রাজ্য সরকারকে। অনুদান শুধুমাত্র সেই ক্লাব অথবা পুজো কমিটিগুলোকে দেওয়া হবে, যারা গত বছর সরকারের বেঁধে দেওয়া খাতে অনুদান খরচ করেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের শংসাপত্র জমা দিয়েছিল।
আরও পড়ুন: Durga Puja Donation: হাইকোর্টে স্বস্তি রাজ্যের, শর্তসাপেক্ষে ৪৩ হাজার পুজোকে অনুদানে সায়
এ ছাড়াও, অনুদানের টাকা যাতে সাধারণ মানুষের স্বার্থে খরচ হয়, তা দেখার দায়িত্ব পুলিশের। রাজ্য পুলিশের DG এটা নিশ্চিত করবেন, যাতে এই টাকা নির্ধারিত খাতেই খরচ হয়। ১৫ই নভেম্বরের মধ্যে পুজো কমিটিগুলি তাদের ব্যয়ের শংসাপত্র, বিল এবং ভাউচার নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা করবেন। রাজ্য সরকার সেই সমস্ত ব্যয়ের শংসাপত্র পরীক্ষা করে যথাযথভাবে এবং নির্ধারিত খাতে খরচ হয়েছে কিনা সেটা দেখে কলকাতা হাইকোর্টের কাছে ১৫ই ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করবে।
অনুদান দেওয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
তবে অনুদানের অনুমোদন পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর কথায়, "বাংলার দুর্গাপুজোর রাজনীতিকরণ ঘটছে। ভাবটা এমন, যেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় টাকা দিচ্ছেন। দুর্গাপুজো নিয়ে ব্যালট বাক্স ভরাতে চাইছেন।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আদালত রায় দিয়েছে। সেই অনুযায়ীই সবকিছু হবে।"