Jayant Singh House Demolish: 'খেলার মাঠ করে দিন' আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ
Kamarhati Municipality: কামারহাটি পুরসভার অন্যের জমিতে এবং পুকুর ভরাট করে অট্টালিকা বানানোর অভিযোগ ওঠে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে।

কলকাতা: আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আইন অনুযায়ী বাড়ি ভেঙে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুরসভা।
বাড়ি ভেঙে ফেলার নির্দেশ: গত বছর মা ও কলেজপড়ুয়া ছেলেকে গণপিটুনির ঘটনার পর থেকেই প্রকাশ্য়ে আসে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি। চর্চায় উঠে আসে আড়িয়াদহের মৌসুমী মোড়ে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম তিনতলা বাড়ি জয়ন্ত সিংহের। গত কয়েকবছরে চমকে দেওয়ার মতো উত্থান হয়েছে আড়িয়াদহর জয়ন্তর। বাড়ির সামনে রাখা দামি গাড়ি ও বাইক। প্রশ্ন উঠছে, দুধের ব্যবসায়ী থেকে কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন জয়ন্ত? তাঁর আয়ের উৎস কী? কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? স্থানীয়দের অভিযোগ পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা বানিয়েছেন জয়ন্ত। অন্যের জমিতে এবং পুকুর ভরাট করে অট্টালিকা বানানোর অভিযোগ ওঠে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে।
কী নির্দেশ বিচারপতির?
কামারহাটিতে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুরসভা। এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আপনার কি মনে হয় যে পুরসভার সহযোগিতা ছাড়া এত বড় বাড়ি তৈরি হয়েছে? আমাদের অন্ধ মনে করবেন না। আমরা জানি কোথায় কী হচ্ছে। পুরসভার আধিকারিকরা কী করছিলেন ? অফিসে বসেছিলেন ?ওই অঞ্চলে পুরসভার যে সমস্ত আধিকারিকরা গত ৫ বছর ধরে কাজ করছেন তাঁদের সবাইকে জেলে পাঠাব। তাহলে যদি আপনাদের মনে কিছুটা ভয় হয়। বৈধ অনুমোদন না থাকলে ভেঙে দিন। পাল্টা আদালতে পুরসভা দাবি করে, ওই জমি যে ব্যক্তির নামে আছে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এখন ১৯৭৬ সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে যে এটাই আসল বৈধ প্ল্যান। আমাদের কাছে অত পুরনো নথি নেই। পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, আপনাদের মনে হচ্ছে এটা ১৯৭৬ সালের প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি? সওয়াল জবাব শেষে বিচারপতি নির্দেশ দেন, বাড়ি ভেঙে খেলার মাঠ করে দিন। ৮ সপ্তাহের আইন অনুযায়ী বাড়ি ভেঙে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।






















