Canning Murder Case: দোষীদের ফাঁসি হোক : ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকলি-সওকতরা
TMC Delegation in Canning Murder Case: শনিবার ক্যানিংয়ে ১৩ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। 'প্রধান অভিযুক্ত তৃণমূল করত' ? কী বললেন সওকত।
দক্ষিণ ২৪ পরগণাঃ শনিবার ক্যানিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল (TMC Representative Team)। যখন একদিকে উল্টোরথের (Ulto Rath 2022) উচ্ছ্বাসে ভেসেছে সারা বাংলা, তখন ক্যানিং হত্যাকাণ্ডে (Canning Murder Case) শোকস্তব্ধ রাজ্যের এই এলাকা। মূলত তৃণমূলের (TMC Member)পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের পরেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এরপরেই এদিন ক্যানিংয়ে যায় তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল। এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কাকলি-মালা-সওকতরা।
আরও পড়ুন, 'লেঠেল পাঠিয়ে ভান্ডার লুট' ! ২৮৩ বছরের উল্টো রথে উচ্ছ্বাসে ভাসল গুপ্তিপাড়া
নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল
ক্যানিং হত্যাকাণ্ডের পর এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে যান কাকলি ঘোষ দস্তিদার। নিহতদের পরিবারকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন মালা রায়, সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী সহ আরও অনেকে। ইতিমধ্যেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আফতাব উদ্দীন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলকে এখনও ধরা যায়নি।
প্রধান অভিযুক্তই তৃণমূলের ? কী বললেন সওকত
এদিন দোষীদের কঠোর শাস্তি দাবি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর কথায়, 'দোষীরা শাস্তি পাবে। আমি চাই দোষীদের ফাঁসী দেওয়া হোক।' এদিকে এই ঘটনায় পাল্টা তৃণমূলের দিকেই আঙুল উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলের মা, ছেলে তৃণমূল করে বলে জানাতেই মূলত উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তবে এদিন এই প্রসঙ্গ নস্যাত করেছেন তৃণমূল নেতা সওকত মোল্লা। সওকত বলেন, 'তৃণমূল কখনই তৃণমূলকে খুন করতে পারে না।' তিনি এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদেরকেই দায়ী করেছেন। এদিন কথা প্রসঙ্গে উত্তরপ্রদেশ হতে দেবেন না বলেও সরব হন তিনি।
বিস্তারিত আসছে..