Ulto Rath 2022: 'লেঠেল পাঠিয়ে ভান্ডার লুট' ! ২৮৩ বছরের উল্টো রথে উচ্ছ্বাসে ভাসল গুপ্তিপাড়া
Ulto Rath 2022 in Hooghly: ২৮৩ বছরের উল্টো রথে উচ্ছ্বাসে ভাসল হুগলির প্রাচীন জনপদ গুপ্তিপাড়া। উল্টো রথে জগন্নাথ আজ বৃন্দাবনে ফিরবেন।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উল্টো রথে (Ulto Rath 2022)) প্রভু জগন্নাথ আজ বৃন্দাবনে ফিরবেন।নয়দিন মাসির থাকার পর আজ রথে করেই ফেরার পালা।হুগলির প্রাচীন জনপদ গুপ্তিপাড়ায় (Hooghly Ulto Rath 2022) সেই রথযাত্রা এবার ২৮৩ বছরের।কেন জগন্নাথ বৃন্দাবন ফিরছিলেন না তার পিছনে যে কাহিনী রয়েছে তার রীতি পালিত হয় রথযাত্রায়। পুরী মাহেশ বা অন্য কোথাও যে রীতি দেখা যায় না, তা হয় গুপ্তিপাড়ায়। এদিন বেলা বারোটায় প্রথম রথের দড়িতে টান দেওয়া হয়।
আরও পড়ুন, শিনজো-র মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, আজ কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু
'লেঠেল পাঠিয়ে ভান্ডার লুট' !
লক্ষ্মী সরষে পোড়া দিয়ে তুকতাক করেও জগন্নাথকে ফিরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। মাসির বাড়ি মন্ডা মিঠাই প্রিয় খাবার আর ভক্তদের পেয়ে বাড়ির কথা ভুলে যান জগন্নাথ।লক্ষ্মীর নালিশ পেয়ে মাসির বাড়ির সেই খাদ্য ভান্ডার লুট করে জগন্নাথকে উপসী রাখার পরিকল্পনা করেন বৃদ্ধাবন চন্দ। লেঠেল পাঠিয়ে ভান্ডার লুট করা হয়।গতকাল হয় সেই ভান্ডার লুট।প্রায় সাড় ছয়শো মালসা গুন্ডিচা বাড়ির নাট মন্দির থেকে লুট করা হয়।জগন্নাথ আর কোনও খাবার না পেয়ে উল্টো রথে বাড়ি ফেরেন।সেই রীতি প্রথম থেকে মানা হয়ে আসছে।
কবিরাজের পাচন খেয়ে জ্বর সারিয়ে মুখের স্বাদ বদলে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ
আজ বেলা বারোটায় প্রথম রথের দড়িতে টান দেওয়া হয়।মাসির বাড়ি থেকে রথের সড়ক ধরে প্রায় দু কিমি দূরে অবস্থিত বৃদ্ধাবন চন্দ্র জিউ এর মন্দিরে নিয়ে যাওয়া হয় রথ।জগন্নাথ চলে যান বৃন্দাবন মন্দিরে। সেখানেই আগামী এক বছর পুজো হবে ভক্তরা দর্শন পাবে। স্নান যাত্রার পর কবিরাজের পাচন খেয়ে জ্বর সারিয়ে মুখের স্বাদ বদলে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ সঙ্গে থাকেন বলভদ্র ও সুভদ্রা।বলা হয় উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হয় জগন্নাথের রথযাত্রা উৎসব।