Anubrata Mondal: গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব
Anubrata Mondal CBI: সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই দফতরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের তলব করল সিবিআই (CBI)। আগামীকাল তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই দফতরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তারপর গত সপ্তাহেই তিনি বীরভূমের বাড়ি ফিরে যান। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এর আগে দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আগামীকাল দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তলব করে ফের তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
গরুপাচারকাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের পর দেড় মাস পর বোলপুরের বাড়িতে ফিরেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার নিজেকে ঘরেই বন্দি রাখলেন তিনি। অনুব্রতর বাড়ির সামনে নেতা-কর্মীদের ভিড় ছিল অনেকটাই কম। নেতার দেখা না পেয়ে ফিরে যান অনেকে।
আরও পড়ুন, মোদিকে দেখেই উঠল 'ভারত মাতা কি জয়' স্লোগান, জাপানে প্রধানমন্ত্রীকে বরণ ভারতীয়দের
সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গতবছর এপ্রিলে প্রথমবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানোর পর, গত ১৩ মাসে তদন্তে আরও অনেক তথ্য উঠে এসেছে। এরপর চলতি বছরের ১৪ ও ২৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ, ৬ ও ২৪ এপ্রিল, মোট ৬ বার নোটিস পাঠানো হয়।
শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। গতকাল আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তৃণমূল নেতা।
গরুপাচারকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ২০২০-র নভেম্বরে গ্রেফতার হন বিএসএফ কমাড্যান্ট সতীশ কুমার। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় ব্যবসায়ী এনামুল হককে। এ বছরের এপ্রিল মাসে বিকাশ মিশ্রকে গরুপাচার মামলায় নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এর মধ্যে সতীশ কুমার ও এনামুল হক বর্তমানে গরুপাচার মামলায় ইডি-র হেফাজতে রয়েছেন।