Abhijit Gangopadhyay : ‘লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে’ বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Ganguly On CBI : 'একের পর এক আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে’, বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সৌভিক মজুমদার, কলকাতা : ‘কতদিনে শেষ হবে সিবিআই ( CBI ) তদন্ত?’ ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay ) । এর আগে এজলাসে বসেই বিচারপতি সিবিআই-এর কাজের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষক নিয়োগে দুর্নীতির একের পর এক মামলায় সিবিআই তদন্তের দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা-প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক। কিন্তু এজলাসে সেই বিচারপতিকেই বলতে শোনা গেল,লআমার জীবদ্দশায় আসল অপরাধী ধরা পড়বে বলে তো মনে হয় না। কিন্তু, আসল অপরাধী বলতে কার বা কাদের দিকে ইঙ্গিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
তদন্ত কবে শেষ হবে?
আবারও সোমবার তিনি একই সুরে প্রশ্ন তুললেন। বললেন, ‘কাল এক জায়গায় গিয়েছিলাম। সমাজের উপরতলার বহু মানুষ সেখানে ছিলেন। তাঁরা একের পর এক আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে’ অপর একটি মামলায় সিবিআইয়ের আইনজীবীকে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
লোক বাড়াতে হবে
এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিমত সিবিআই-এর মতো তদন্তকারী সংস্থায় লোক বাড়াতে হবে। তিনি বলেন, 'লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে’। ‘আমার চোখে যা আসছে, তাতে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে’ ‘সেক্ষেত্রে সিটে লোক না বাড়ালে হবে না’। ‘প্রয়োজনে অর্ডার দেবো, কারণ সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এই মাসের শুরুতে এক মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ' নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। আমি তো নিজে ধরতে যেতে পারব না। সবাই মিলে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। '
ইতিমধ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, এবং দুই মিডলম্যান প্রদীপ সিং ও প্রসন্নকুমার রায়কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, আসল অপরাধী বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় কাকে বোঝাতে চাইলেন? সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে।
গত ৭ নভেম্বর এক মামলা চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, ' সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব, তারা দেখাবে। ' এদিন, শুনানির প্রথম পর্বে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে কার্যত সিবিআইয়ের ভর্ত্সনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে অবশ্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপরই আস্থা রাখেন বিচারপতি।