Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে ২টি সিসি ক্যামেরা, কী নজরে এল ?
CCTV In SSKM At Jyotipriya Mallik's Cabin : যাবতীয় গতিবিধির ওপর কড়া নজরদারি চালাতে চায় ইডি, লাইভ সিসি ফুটেজে নজরদারির জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা : কালই আদালতে নির্দেশে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে ২টি সিসি ক্যামেরা বসিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাতে কী কী নজরে আসল ? আদালতের নির্দেশে আজ কার্ডিওলজি বিভাগের কেবিনের ভিতরে দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এছাড়া বাইরে পাহারায় রয়েছে পুলিশ।
সিসি ফুটেজে নজরদারি
ইডি সূত্রে খবর, লাইভ সিসি ফুটেজে নজরদারির জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ছাড়া প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনে কারা ঢুকছেন, কতক্ষণ থাকছেন, জ্যোতিপ্রিয় মল্লিককে ( Jyotipriya Mullik ) কেবিনের বাইরে বের করা হচ্ছে কিনা, যাবতীয় গতিবিধির ওপর কড়া নজরদারি চালাতে চায় ইডি ( ED ) ।
কী দেখল সিসি ক্যামেরা?
পার্থ চট্টোপাধ্যায়ের মতোই প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। জেল থেকে তাঁকে SSKM-এর ICCU-তে পাঠানো হয়। কিন্তু প্রোটোকল অনুযায়ী, নজরদারি রাখার ক্ষেত্রে পর্যাপ্ত কোনও ব্যবস্থাই নেননি জেল সুপার। এরপরেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, দুটি সিসি ক্যামেরার লাইভ ফুটেজ দেখার লিঙ্কও ইডির তদন্তকারী অফিসারকে দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত। বাইরের বা তৃতীয় কোনও ব্যক্তির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যাতে দেখা করতে না পারেন, তাও নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় তদন্তকারী অফিসারকেই।
১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। ওই দিনের শুনানিতে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
ICCU-তে কেন ভর্তি
গত ২৮ নভেম্বর SSKM হাসপাতালের ICCU-তে স্থানান্তরিত করা হয় রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। হাসপাতাল সূত্রে খবর, রাতে দাঁড়াতে গিয়ে পড়ে যান মন্ত্রী। এরপরই ৫ নম্বর কেবিন থেকে তাঁকে ICCU-র ১২ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এ ধরনের অসুস্থতাকে চিকিৎসকদের পরিভাষায় বলে নিউরো কার্ডিওজেনিক সিনকোপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জ্যোতিপ্রিয়কে ICCU-তে রাখা হয়েছে বলে SSKM কর্তৃপক্ষ দাবি করে।
আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।