Mamata Banerjee: 'মোদি আজ আছেন কাল নেই, আপনাদের দেশের সীমান্ত রক্ষা করতে হবে' BSF-দের নিরপেক্ষ হওয়ার বার্তা মমতার
বিএসএফ-কে বলব নিরপেক্ষভাবে কাজ করতে। আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে। যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন।

মালবাজার: 'মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে', মালবাজারে (Malbazar) পঞ্চায়েত ভোটের (Panchayet Election) প্রচারে গিয়ে বিএসএফদের এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এ দিন তিনি বলেন, 'বিএসএফ-এর গুলিতে কোচবিহারে অনেকে মারা গেছে। বিএসএফ-কে বলব নিরপেক্ষভাবে কাজ করতে। আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে। যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন। এরপর সরাসরি মোদি সরকারকে আক্রমণ করে মমতার মন্তব্য, 'দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার'।
গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্য়ু: সম্প্রতি মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয় যুবকের। এদিন এই প্রসঙ্গেই সুর চড়িয়েছেন মুখ্য়মন্ত্রী। মৃত বিএসএফের পরিবারের অভিযোগ ছিল, যুবককে গুলি করে খুন করেছে বিএসএফ। যদিও বিএসএফ সূত্রে দাবি, গরুপাারে জড়িত যুবক, বাধা পেয়েই বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তৃণমূলের। বিএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রীও। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স: সীমান্তে গুলি করে খুনের অভিযোগ ওঠে সীমান্তরক্ষীদের বিরুদ্ধেই। গ্রামবাসীর অস্বাভাবিক মৃত্য়ুতে কোচবিহারে ফের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স। মৃত যুবকের নাম গৌতম বর্মন (২৮)। পরিবার সূত্রে দাবি, ভিন রাজ্য়ে কাজ করতেন গৌতম। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৭ দিন আগে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে পাশেই তিনি মাসির বাড়িতে যান। পরে শৌচকর্মের জন্য় বাড়ি থেকে বেরোন। অভিযোগ, তখনই তাঁকে গরুপাচারকারী সন্দেহে গুলি করে খুন করে বিএসএফ।
পরিবারের দাবি, গুলি করার পর দেহ নিয়ে গিয়ে ২ কিলোমিটার দূরে সীমান্তে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকালে দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবার অভিযোগ তোলে, গৌতমকে খুন করা হয়েছে।
মৃত যুবকের বাবা নৃপেন বর্মন বলেন, আমার ছেলে দীর্ঘ ধরে বাইরে কাজ করে। ভোট দেওয়ার জন্য সাতদিন আগেই বাড়ি ফিরেছে। গতকাল রাত্রে সে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছে। এরপর রাত ১০টা নাগাদ তারা গুলির আওয়াজ শুনতে পাই। পরে ছেলের খোঁজ করতেই বুঝতে পারি বিএসফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
এদিন সকালে ঘটনার খবর পেয়ে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। সংগ্রহ করে নমুনা। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিএসএফের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছে তৃণমূল। এদিনও এনিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে তোলাবাজির অভিযোগ অস্বীকার করে, বিএসএফ সূত্র দাবি করেছিল, গরুপাারে জড়িত ছিলেন ওই যুবক। পাচারে বাধা পেয়ে বিএসএফ-এর ওপর আক্রমণ চালিয়েছিলেন। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল। বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়।
গত বছরের ২৪ ডিসেম্বর কোচবিহারের গীতালদহে ২৪ বছরের রাজবংশী যুবক প্রেম বর্মনকে ব্রাশ ফায়ার করে মারার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে!!! যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের সমালোচনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায। BSF'এর তরফে দাবি করা হয়, গরুপাচারে বাধা দিলে, পাল্টা হামলা চালায় পাচারকারীরা। এরপরই রবার বুলেট ছোড়া হলে যুবকের মৃত্যু হয়। গত ১ এপ্রিল ফের বিতর্কে জড়ায় BSF। কোচবিহারের শীতলকুচিতে জেলাল মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে সীমান্তরক্ষীদের বিরুদ্ধে।
সুকান্তর পাল্টা অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ মিথ্যে।
CM Mamata Banerjee has started making baseless and false allegations on BSF. In reality, she has started fearing and that’s why she has come out on ground to campaign. TMC is losing the ground and she is getting nervous.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 27, 2023






















