Mamata Banerjee : দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে GST নিয়ে নিশানা মুখ্যমন্ত্রীর, 'সব টাকাটা গেছে রাজ্য় সরকারের কোষাগার থেকে, কৃতিত্ব নিচ্ছে একজন ! '
Mamata Attacks Modi Govt On GST: 'সংসার চালাবো কোথা থেকে ?' GST নিয়ে কেন্দ্রকে আক্রমণ, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: সোমবার থেকে কার্যকর হল নতুন হারে GST। কিন্তু এর কৃতিত্ব কার? নরেন্দ্র মোদির না রাজ্য় সরকারগুলির? না কি উভয় পক্ষেরই? এই নিয়ে টানাপোড়েন চলছেই। এহেন সময় পুজো উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই বললেন, 'সব টাকাটা গেছে রাজ্য় সরকারের কোষাগার থেকে, কৃতিত্ব নিচ্ছে একজন!'
আরও পড়ুন, 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের
এদিন মমতা বলেন, 'জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে। ইন্সুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। আপনারা আগে দেখেছেন, জিরেতে জিএসটি ছিল। হিরেতে নয়। এবং অনেক জীবনদায়ী ওষুধ, এবং ছোট্ট ছোট্ট জিনিস...এবং আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের এক পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন, আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকা দেবেন তো ? এটা হয়েছে, আমি খুশি। মানুষ সুযোগ পাচ্ছে। কিন্তু করেছি আমরা। কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে বিশহাজার কোটি টাকার রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন, টাকা দেবেন তো বাংলাকে। ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। আবার বিশ হাজার কোটি টাকার রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথা থেকে ? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি, মানুষ এই সুযোগ পাচ্ছে। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনও কৃতীত্ব নেই।'
রবিবার, জাতির উদ্দেশে ভাষণে GST-র নতুন কাঠামোর সুফল বোঝানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী। আর সোমবার, অরুণাচলপ্রদেশের ইটানগরের সভা থেকে ফের একবার GST সাশ্রয়ের কথা তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ থেকে GST-কেও আমরা শুধুমাত্র দু'টো স্ল্য়াবে সীমাবদ্ধ করে দিয়েছি। ৫ শতাংশ, আর ১৮ শতাংশ। অনেক জিনিস এখন ট্য়াক্স ফ্রি হয়ে গেছে। বাকি জিনিসেও ট্য়াক্স অনেক কমে গেছে। এখন আপনারা সহজভাবে নিজেদের বাড়ি বানাতে পারবেন। মানুষ স্কুটার বাইক কিনছে, বাইরে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। এগুলো সব আগের তুলনায় সস্তা হয়ে গেছে। এই GST সাশ্রয় উৎসব আপনাদের জন্য় স্মরণীয় হতে চলেছে। '
এদিকে নতুন হারে জিএসটি কার্যকর হলেও দাম কমেনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বাজারে নতুন জিএসটির হার নিয়ে ধোঁয়াশা। নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে পুরনো জিএসটির হারেই। 'নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে..' ! জিএসটি ইস্যুতে আজ কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।






















