Cooch Behar News : লোকাসনে ঢুকে তাণ্ডব জোড়া বাইসনের, কোচবিহারে মৃত ১, আহত বেশ কয়েকজন
Baison Attack : ঘুমপাড়ানি গুলিতে কাবু বাইসন ২ টিকে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হবে জলদাপাড়ার জঙ্গলে, জানিয়েছে বন দফতর।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : জলদাপাড়ার জঙ্গল (Jaldapara Jungle) থেকে কোচবিহারের (Cooch Behar) হাঁড়িভাঙায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল জোড়া বাইসন (Baison)। বাইসনের আক্রমণে মৃত্য়ু হয়েছে একজনের, জখম আরও ৪ জন। ঘুমপাড়ানি গুলি করে বাইসন ২ টিকে বাগে আনেন বনকর্মীরা (Forest Department Workers)। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং জখমদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানিয়েছে বন দফতর।
বাইসনের তাণ্ডব
কখনও দাপিয়ে বেড়াচ্ছে ধানের জমিতে। কখনও গ্রামের ভিতরের রাস্তা থেকে গৃহস্থের বাড়ির উঠোন। মারমুখী মেজাজে ছুটে বেড়াচ্ছে ২টি বাইসন। আর তার পেছনে দল বেঁধে ধাওয়া করছে মানুষজন। শনিবার কাকভোর থেকে বেলা পর্যন্ত জোড়া বাইসনের তাণ্ডবের সাক্ষ্মী থাকল কোচবিহারের (Cooch Behar) হাঁড়িভাঙা। এমনকী একটি বাইসনের গুঁতোয় প্রাণ গেল এলাকার এক বাসিন্দার।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে জলদাপাড়া জঙ্গল থেকে কোচবিহারের হাঁড়িভাঙায় ঢুকে পড়ে ২টি বাইসন। একের পর এক জমির ফসল নষ্টের পাশাপাশি লোকালয়ে ঢুকে কয়েকটি কাঁচা বাড়ি ভাঙে বলেও অভিযোগ। ভোরবেলা ফুল তুলতে গিয়ে দামাল বাইসনের সামনে পড়ে যান এলাকার এক বাসিন্দা। মৃত বীরেন বর্মন (৫৮) হাঁড়িভাঙার বাসিন্দা। বাইসনের হামলায় জখম হন আরও ৪ বাসিন্দা।
ঘটনাস্থলে যান তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ও। আতঙ্কিত লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। শেষপর্যন্ত বাইসন ২টিকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। বাইসনের হানায় মৃতকে সরকারি নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং জখমদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানান বনদফতরের আধিকারিক। কোচবিহারের সহকারী বিভাগীয় বন আধিকারিক বিজন নাথ বলেন, মৃতের পরিবারকে সরকারি নিয়ম মেনে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ দেওয়া হবে। ঘুমপাড়ানি গুলিতে কাবু বাইসন ২ টিকে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেওয়া হবে জলদাপাড়ার জঙ্গলে, জানিয়েছে বন দফতর।
গত ফেব্রুয়ারিতে ছড়িয়েছিল বাইসন আতঙ্ক। ঘুমপাড়ানি গুলিতে তাকে শেষমেশ শান্ত করা হয়েছিল। আলিপুরদুয়ার-১ নং ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের মনিয়ারপুর পাকড়িতলা, তপসিখাতা বসটারী এলাকায় একটি বাইসন আতঙ্ক ছড়িয়েছিল। চিলাপাতার জঙ্গল থেকে বেড়িয়ে আসা বাইসনটিকে নিয়ে সকাল থেকেই দুই বন দফতর, বক্সা এবং জলদাপাড়ার বনকর্মীদের তৎপরতা ছিল। বাঁশ ঝাড়ের জঙ্গলে লুকিয়ে থাকা বাইসনকে খুঁজতে ড্রোন ক্যামেরারও সাহা্য্য নেওয়া হয়। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না বাইসনটিকে। কিন্তু বিকাল সাড়ে ৪-টা নাগাদ ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হয় বন দফতর। এরপর পুরুষ বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিলাপাতার জঙ্গলে। চিলাপাতা জঙ্গলের রেঞ্জার সুদিপ্ত ঘোষ বলেছিলেন, 'বাইসনটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।'
আরও পড়ুন- বিকট আওয়াজে ঘুম ছুটল এলাকাবাসীর, কুলটিতে বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘরের ছাউনি