Covid 19 : মেয়াদ উত্তীর্ণ কিট দিয়েই রাজ্যে RTPCR টেস্ট? সরকারি হাসপাতাল থেকে ভয়ঙ্কর খবর !
RTPCR Test Kit : এরই মধ্যে সূত্রের খবর, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে, কোভিড টেস্টের RTPCR কিটের ঘাটতি দেখা দিয়েছে।

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, করুণাময় সিংহ, কলকাতা : বিভিন্ন জায়গায় করোনা সংক্রমিতের সংখ্য়া বৃদ্ধির খবরে আতঙ্কিত অনেকেই। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে, ভারতেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ভারতে কেরলে সর্বাধিক সক্রিয় করোনা রোগীর সংখ্যা, ৪৩০। মহারাষ্ট্রে ২০৮টি করোনা আক্রান্তের কেস। দিল্লিতে ১০৪টি এবং গুজরাতে ৮৩টি কোভিড পজিটিভ রিপোর্ট রয়েছে। কর্ণাটকের ৮০ জন আক্রান্তের মধ্যে মাত্র ৭৩ জন বেঙ্গালুরুতে।
রাজ্যের করোনা পরিস্থিতি
এ রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপপ্রজাতি NB.1.8.1। বিভিন্ন হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাদের মধ্যে খাস কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ২। উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ বছর বয়সি এক বৃদ্ধ। জ্বর, সর্দিকাশির মতো উপসর্গ নিয়ে ভর্তি করা হয় তাঁকে।
ICU-তে রাখা হয়েছে তাঁকে। করোনা সংক্রমণ নিয়ে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মহিলা চিকিৎসক। এই পরিস্থিতিতে করোনা নিয়ে সতর্ক বেলেঘাটা আই ডি হাসপাতাল।
মালদায় ২ বছরের এক শিশুর শরীরেও মিলেছে করোনা ভাইরাসের হদিশ। গত শনিবার জ্বর, সর্দি কাশি নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত স্থিতিশীল অবস্থায় শিশুটি।
এরই মধ্যে সূত্রের খবর, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে, কোভিড টেস্টের RTPCR কিটের ঘাটতি দেখা দিয়েছে। যে কিটগুলো ছিল তার মেয়াদ পেরিয়েছে। NRS থেকে কোভিড টেস্টিংয়ের বিশেষ কমিটিকে জানান হয়েছে, মেয়াদ উত্তীর্ণ কিট দিয়েই করা হচ্ছে টেস্ট। এই নিয়ে স্বাস্থ্য দফতরের অধিকর্তাদের সঙ্গেও কথা বলেছে বেলেঘাটা ICMR. যদিও এই বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকেে, রাজ্যজুড়ে কোভিড উদ্বেগের মধ্যেই, বৈঠকে বসেছে কলকাতা পুরসভা। মঙ্গলবার, এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ১৬টি বোরোর সমস্ত স্বাস্থ্য কর্মকর্তারা।
কোভিডের নতুন ভ্যারিয়েন্টগুলি কী কী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ৭৮৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর ডা. রাজীব বাহল জানিয়েছেন , দেশে এখন পর্যন্ত ৪টি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 ভ্যারিয়েন্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই চারটি নতুন ভ্যারিয়েন্টকে উদ্বেগের বিষয় বলে মনে করছে না এখনই।






















