Jahangirpuri violence: দিল্লি হিংসার তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে দিল্লি পুলিশের দল
Delhi Police In West Bengal: এর আগে পূর্ব মেদিনীপুর। এবার দক্ষিণ ২৪ পরগনায় এল দিল্লি পুলিশের বিশেষ দল। দিল্লি-হিংসায় অভিযুক্তদের স্থায়ী ঠিকানার খোঁজে দিল্লি পুলিশের তদন্তকারী দল।
জয়দীপ হালদার, মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা: দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় নাম জড়িয়েছে বাংলার। ওই ঘটনায় মূল অভিযুক্ত বাংলার বাসিন্দা। আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গেও বাংলার যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার তাঁদের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরতলায় এল দিল্লি পুলিশের দল।
কোথায় খোঁজ:
এর আগে পূর্ব মেদিনীপুর। এবার দক্ষিণ ২৪ পরগনায় এল দিল্লি পুলিশের বিশেষ দল। দিল্লি-হিংসায় অভিযুক্তদের স্থায়ী ঠিকানার খোঁজে দিল্লি পুলিশের তদন্তকারী দল। মন্দিরবাজারের সেকেন্দরপুর গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় দিল্লি পুলিশের দল। খোঁজখবরও করে। খোঁজখবর নিতে ডায়মন্ড হারবার থানাতেও গিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল।
দিল্লির হিংসার (Delhi Violence) ধৃত মহম্মদ আনসার (Md Ansar) দিল্লির বাসিন্দা হলেও, হলদিয়ায় তাঁর বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বছরে এক-দু’বার এখানে আসেন আনসার। এর আগে মহিষাদল থানায় আসে দিল্লির পুলিশের একটি দল। প্রশাসন সূত্রের খবর, আনসার-সহ ধৃত ৫ জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসার। ধৃতদের মধ্যে আরও কয়েকজনের সঙ্গে বাংলার যোগ রয়েছে, তা খতিয়ে দেখতেই শনিবার মন্দিরবাজারে এসেছিল দিল্লি পুলিশের দল।
আনসার বিতর্ক:
অভিযুক্ত মহম্মদ আনসার কাদের লোক? তা নিয়েই সরগরম হয়েছে রাজনীতি। আম আদমি পার্টির টুপি পরা আনসারের ছবি নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। হিংসার ঘটনায়, আপের ভূমিকা খতিয়ে দেখার দাবি করেছে তারা। পাল্টা, আনসারের সঙ্গে বিজেপির স্থানীয় নেতাদের ছবি দেখিয়ে, আক্রমণ শানিয়েছে আপ। আবার তৃণমূলের এক কাউন্সিলরের সঙ্গেও ছবি মিলেছে অভিযুক্তর। তা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা শুক্রবারই একাধিক বিজেপির নেতার সঙ্গে অভিযুক্তর ছবি দিয়ে টুইট করেছেন একাধিক তৃণমূল নেতা।
জাহাঙ্গিরপুরীর ঘটনার পর, দিল্লির জামা মসজিদ-সহ বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: দিল্লির পর এবার উত্তরপ্রদেশ, কাল প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম