Dakshin Dinajpur News: ভোটের পরেও লাগাতার দ্বন্দ্ব, চেয়ারম্যান প্যানেল নিয়ে তুঙ্গে টানাপড়েন
Balurghat Municipality: সম্প্রতি পুরসভার চেয়ারম্যান যে প্যানেল ঘোষণা করেছিলেন, তা বাতিল করে পাল্টা প্যানেল ঘোষণা করেন শাসকদলের জেলা সভাপতি। তারপরেই প্রকাশ্যে দুই নেতার দ্বন্দ্ব।
মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: পুরভোটের পরেও থামছে না দ্বন্দ্ব। এবার চেয়ারম্যান ইন কাউন্সিলের নামের প্যানেল নিয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। যার জেরে দুই পক্ষকেই প্যানেল তৈরি নিয়ে বিরত থাকার নির্দেশ তৃণমূলের রাজ্য নেতৃত্বের। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা (balurghat municipality)। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান (Chairman) যে প্যানেল ঘোষণা করেছিলেন, তা বাতিল করে পাল্টা প্যানেল ঘোষণা করেন শাসকদলের জেলা সভাপতি। তারপরেই প্রকাশ্যে দুই নেতার দ্বন্দ্ব।
দ্বন্দ্ব কোথায়?
চেয়ারম্যান ইন কাউন্সিলের প্যানেল ঘোষণা নিয়ে তৃণমূলের (Tmc) দুই পক্ষের বিবাদের জেরে সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা। পুরসভার নতুন বোর্ড গঠন হওয়ার পর মঙ্গলবার ছিল প্রথম বোর্ড মিটিং। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ২৩ জন কাউন্সিলর এবং বামেদের দুইজন কাউন্সিলর। মঙ্গলবারের ওই বৈঠকে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে ৩ জনের নামের প্যানেল ঘোষণা করেন। যা পছন্দ হয়নি অপর নেতার। তারপরেই তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক আগের প্যানেল বাতিল করে পাল্টা প্যানেল ঘোষণা করেন। এই নিয়ে বৃহস্পতিবার দুই শিবিরের মধ্যে চূড়ান্ত তত্পরতা। পুরসভায় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন চেয়ারম্যান। পাল্টা জেলা তৃণমূল সভাপতিও তাঁর অফিসে বৈঠক করেন। দুই শিবিরের টানাপড়েনের খবর পৌঁছয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব পর্যন্ত। সেখান থেকে নির্দেশ আসার পর আপাতত শান্ত হয়েছে বিষয়টি। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান যে তিনজনের নাম ঘোষণা করেছিলেন, তাতে নাম ছিল ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরজিত্ সাহার। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সুরজিত্ জানিয়ে দেন, তিনি ওই পদ নিতে আগ্রহী নন। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, 'আমি সুরজিত্ সাহার ইস্তফার বিষয়ে কিছু জানি না।'
কার কী দাবি?
দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক বলেন, 'আগের প্যানেল ত্রুটিপূর্ণ ছিল। তাই ওই প্যানেল বাতিল করা হয়।' পাল্টা মুখ খুলেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশোক মিত্র। তিনি বলেন, 'আমি কলকাতায় ফিরহাদ হাকিমের সহ্গে আলোচনা করেছি। রাজ্য থেকে বলা হয়েছে, এখন কোনও প্যানেল ঘোষণার দরকার নেই। পরে রাজ্য নেতৃত্বের থেকে যে প্যানেল পাঠানো হবে, তাই চূড়ান্ত হবে। এর বাইরে কোনও মন্তব্য করব না।'
বিজেপির খোঁচা:
গোটা ঘটনায় শাসক শিবিরকে কটাক্ষ করেছেন বিজেপির (BJP) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
আরও পড়ুন: গড়বেতায় মাওবাদীদের নাম লেখা পোস্টার! পিছনে কারা? খুঁজছে পুলিশ