Dengue Death : কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গির বলি আরও ২, বাড়ছে উদ্বেগ, হাওড়া-কলকাতার পরিস্থিতি ঘিরে চিন্তা
Howrah-Kolkata Dengue Cases : বালি পুরসভা সূত্রে খবর, অগাস্টের শেষ সপ্তাহ থেকে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডে ৭৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
ঝিলম করঞ্জাই, ভাস্কর ঘোষ ও সুনীত হালদার, কলকাতা : মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের ডেঙ্গির বলি আরও ২ জন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চল্লিশোর্ধ্ব কসবার বাসিন্দা এক মহিলা ও কলকাতা মেডিক্যাল কলেজে হাওড়ার বেলুড়ের ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে কয়েক ঘঘ্মাটর ব্যবধানে। এই দুই মৃত্যু ঘিরে হাওড়া ও কলকাতার ৩ জন করে মোট ৬ জনের মৃত্যু হল ডেঙ্গির কারণে। কলকাতা (Kolkata)-হাওড়া- (Howrah) সহ বেশ কিছু এলাকায় ডেঙ্গি আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে।
কসবার বাসিন্দার মৃত্যু
ফের শহরে ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু। কসবার কায়স্থপাড়ার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলা ৫ সেপ্টেম্বর যোধপুর পার্কের নার্সিংহোমে ভর্তি হন। নার্সিংহোম সূত্রে খবর, আজ সকালে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করার পর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়। মৃতের ছেলেও ডেঙ্গি আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এর আগে কলকাতায় এক কিশোর ও এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছিল ডেঙ্গি কারণে।
হাওড়ার বেলুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত
অন্যদিকে, হাওড়ার বেলুড়ের ভোটবাগানে ডেঙ্গি আক্রান্ত ৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায়, ২ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মাঝরাতে তার মৃত্যু হয়। মেডিক্যাল কলেজ হাসপাতালের (Calcutta Medical College) প্রিন্সিপাল জানিয়েছেন, ২ সেপ্টেম্বর ভর্তি হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিল।সর্দিকাশির চিকিত্সা হয় আগে। এখানে শ্বাসকষ্টের চিকিত্সা শুরু হয়। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। সেপ্টিসেমিয়া থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়। করা হয় ডায়ালিসিস-ও। কিন্তু শেষরক্ষা হয়নি।
এর ২ দিন আগে বেলুড়ের ভোটবাগান এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কৌশিক সদর নামে ২৯ বছরের এক সিভিল ইঞ্জিনিয়ারের। তার আগে হাওড়া শহরে এক যুবকের প্রাণ কেড়েছিল ডেঙ্গি।
দিনকয়েক আগেই বৈঠক
মঙ্গলবার ডেঙ্গিতে মৃত্যুর পর বুধবার হাওড়, বালি ও উত্তরপাড়া কোতরং পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বালির স্থানীয় বাসিন্দারা। বালি পুরসভা (Bally Municipality) সূত্রে খবর, অগাস্টের শেষ সপ্তাহ থেকে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডে ৭৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।