Kolkata News: সই জাল করে ব্যাঙ্ক থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার
Fraud Case: ২৮ জানুয়ারি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন শান্তারানি ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতে এসবিআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার গ্রেফতার করা হয়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ৮২ বছরের বৃদ্ধার সই জাল করে অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে যাদবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে। SBI যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার ধৃত সুমন সিংহ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ৩৮ বছর বয়সী ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের নাম সুমন কুমার সিংহ। অভিযোগকারিণী লক্ষ করেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। ২৮ জানুয়ারি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন শান্তারানি ঘোষ। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। ব্যাঙ্কে গিয়ে নথি পত্র সংগ্রহ করে পুলিশ। তদন্তে নেমে এই কাজে সরাসরি ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের যোগ সামনে আসে। ধৃত বৃদ্ধার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Narayan Goswami: নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের, শোকজের জবাব দিলেন বিধায়ক






















