Purulia News: আজ শুরু হল উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের ফুল, কলম বিতরণ ঘিরে বিতর্ক পুরুলিয়ায়
HS 2023: পরীক্ষা শুরু হওয়ার আগে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পরীক্ষার্থীদের ফুল ও কলম বিতরণ করেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর এবং যুব নেতাকর্মীরা।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পরীক্ষাকেন্দ্রের বাইরে উচ্চমাধ্যমিক (HS 2023) পরীক্ষার্থীদের ফুল ও কলম বিতরণ। যা নিয়ে সমালোচনায় জড়ালেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ঘটনার বিরূদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকাকালীন ছবি সহ ব্যানার লাগিয়ে জমায়েত করা বেআইনি। বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গার দাবি, পরীক্ষার্থীদের বিরক্ত করার উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি তাঁর।
ফুল, কলম বিতরণ ঘিরে বিতর্ক: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আগে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে মূল গেটের বাইরে পরীক্ষার্থীদের ফুল ও কলম বিতরণ করেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর এবং যুব নেতাকর্মীরা। নিয়ম না মেনে এই কর্মসুচি করার অভিযোগ তুলেছেন পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ মাহাতো। তিনি বলেন গেটে বাইরে কোনও স্বেচ্ছাসেবি সংগঠন, কোনও সরকারি পদাধিকারী গাড়ি করে পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে। কোথাও আবার কমল-ফুল দিয়ে তাদের উৎসাহ দিচ্ছে মনোবল বাড়ানোর জন্য।
নিরাপত্তার কড়াকড়ি। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বজ্র আঁটুনিতে নির্বিঘ্নেই শুরু হল উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকে এবার যেখানে ৪ লক্ষ পরীক্ষার্থী কমেছে। সেখানে, ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বেড়েছে উচ্চ মাধ্যমিকে। এবার পরীক্ষার্থীর সংখ্যাটা ৮ লক্ষ ৫৫ হাজার। মঙ্গলবার ছিল প্রথম পরীক্ষা। এবারই প্রথম, পরীক্ষা চলাকালীন মোবাইল ধরতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করল সংসদ। পরীক্ষা চলাকালীন সংসদ সভাপতি ও সচিব, সেই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এবারে যাঁরা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তারা ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। কিন্তু, করোনার জেরে সেবার পরীক্ষা না দিয়েই, ১০০ শতাংশ পাস করেছিলেন মাধ্যমিকে। ফলত জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হলেও, পরীক্ষার্থীদের কাছে এর অনুভূতি প্রথম পরীক্ষার মতোই। এদিন পরীক্ষা শুরুর আগে চেতলা গার্লস হাইস্কুলে যান মেয়র ফিরহাদ হাকিম। পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পেন, চকোলেট, জলের বোতল ও শুভেচ্ছাপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রথম পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। প্রশ্নপত্র ও পরীক্ষা সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি।
আরও পড়ুন: North 24 Parganas Weather: আকাশে নিম্নচাপের কালো মেঘ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?