Drug Arrest: প্রায় সাড়ে পাঁচ কোটি মূল্যের মাদক উদ্ধার, হাওড়া থেকে গ্রেফতার ১
Howrah News: পুলিশ সূত্রে খবর ধৃত ওই মহিলার নাম মনু শেখ। তার বয়স ৫৭। ধৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের জীবনতলায়। তার কাছ থেকে ১ হাজার ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
সুনীত হালদার, হাওড়া: সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার (drug arrest) করা হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানা এলাকায় (Golabari Police Station)।
সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ১
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংস রোডের ঘটনা। সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার করা হল এক মহিলাকে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত ওই মহিলার নাম মনু শেখ। তার বয়স ৫৭। ধৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের জীবনতলায়। তার কাছ থেকে ১ হাজার ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে আরও খবর, ওই মহিলা বাহকের কাজ করে। ওই হেরোইন পাচারের সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে মহিলা। এখন প্রশ্ন উঠছে, এই হেরোইন পাচারের কাজে মূল পান্ডা কে? কার কাছেই বা ওই মহিলা এই নিষিদ্ধ হেরোইন দিতে যাচ্ছিল? এর পিছনে কি কোনও বড় চক্র কাজ করছে? তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। একইসঙ্গে পুলিশ জানিয়েছে ধৃতকে হেফাজতে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে তদন্তের অগ্রগতি হবে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !
দিন কয়েক আগেও রাজ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে, গাঁজা ভর্তি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গাঁজা পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয় এক মহিলা-সহ তিনজনকে। উদ্ধার হয় ৮৭ প্যাকেট গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
গোপন সূত্রে খবর পেয়ে, হুগলি জেলা গ্রামীণ পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে। সিঙ্গুর থানা থেকে ১০০ মিটার দূরে সিঙ্গুর বিডিও এলাকায় একটি গাড়িকে সন্দেহ হওয়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথার অসংগতিতে চাপে পড়ে যায় গাড়িতে থাকা তিনজন। তখনই পুলিশ গাড়িটি তল্লাশি করা শুরু করে এবং গাড়ির সিটের ভিতর থেকে ৮৭ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। প্রত্যেকটি প্যাকেটে প্রায় এক কিলো করে গাঁজা ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। ঘটনায় গাড়িতে থাকা তিন জনকেই গ্ৰেফতার করে পুলিশ।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial