Durga Puja 2023 : বেহালার বিখ্যাত পুজোয় এবার প্রতিমা গড়ার কাজে দুই বিদেশী শিল্পী, এলেন নেদারল্যান্ডস থেকে
Durga Puja Preparation : কলকাতার শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর প্রস্তুতিতে ব্য়স্ত বিদেশি শিল্পীরা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতার দুর্গাপুজোয় এবার বিদেশের শিল্পী। সূদুর নেদারল্য়ান্ডস থেকে আসা ২ বিদেশি শিল্পী, বেঞ্জামিন ও মার্টিয়ানার হাতের ছোঁয়ায় ফুটে উঠছে বেহালা নূতন দলের এবারের থিম ভাবনা। কলকাতার শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর প্রস্তুতিতে ব্য়স্ত বিদেশি শিল্পীরা।
বিশ্ব সংস্কৃতির মানচিত্রে জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পাওয়া বাংলার দুর্গাপুজো। ইউনেস্কোর হাত ধরে সারা বিশ্বের নজর কাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়া কলকাতার দুর্গাপুজোর থিম এবার ফুটে উঠছে ২ বিদেশি শিল্পীর হাতের ছোঁয়ায়। সূদুর নেদারল্য়ান্ডস থেকে কলকাতায় এসেছেন দুই শিল্পী বেঞ্জামিন ও মার্টিয়ানা।
শিল্পী বেঞ্জামিন জানাচ্ছেন, তিনি এই পুজো সম্পর্কে তেমন কিছুই জানেন না। এখানে তাঁরা কাজ করতে করতেই শিখবেন। ভিস্য়ুয়াল আর্টস নিয়ে কাজ করেন নেদারল্য়ান্ডসের এই দুই শিল্পী। কলকাতার শিল্পীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের শিল্পকর্ম বেহালা নূতন দলের থিমে ফুটিয়ে তুলছেন তাঁরা।
শিল্পী মার্টিয়ানা জানাচ্ছেন, ভিজ্য়ুয়াল আর্টস নিয়ে কাজ করি। নানা ধরনের ভিজ্য়ুয়াল আর্ট নিয়ে নিজেদের সৃষ্টি তুলে ধরব।
সূদুর নেদারল্য়ান্ডস ও কলকতার মধ্যে এই শিল্পের সংযোগ যাঁরা ঘটালেন তাঁরা বেহালা নূতন দলের পুজো উদ্য়োক্তারা। তাঁরা জানালেন, তাঁদের প্রতিমা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন ওই দুই বিদেশি শিল্পী। তাঁরা থাকবেন পুজোর বিজয়া কার্নিভ্য়াল পর্যন্ত।
কলকাতার ও সূদুর নেদারল্য়ান্ডেস শিল্পীদের এই মেলবন্ধনে বেহালা নূতন দল কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার।
এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট
মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী : ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো : সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী: ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial