Durga Puja Weather Forecast: পুজোয় কি কাঁটা বৃষ্টি! কী বলছে পূর্বাভাস
পুজোর সময়ও বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কা বাড়িয়ে দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও বিলম্বে। পুজোয় কাঁটা হবে না তো বৃষ্টি? আশঙ্কায় রাজ্যবাসী। এমনিতেই নিম্নচাপের প্রবল বর্ষণ ও ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের জেলায় জেলায় আপাতত বন্যা পরিস্থিতি। তার মধ্যে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। পুজোর সময়ও বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এখনই বলা যাচ্ছে না, কি হবে।' আবহাওয়া দফতর সূত্রে খবর, ৬ অক্টোবর, অর্থাত্, বুধবার থেকে, উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে, তা নিশ্চিত করে জানা যায়নি। এতেই, সিঁদূরে মেঘ দেখছেন বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ, সকলেই। প্রতিমাশিল্প থেকে মণ্ডপসজ্জা, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে শিল্পীদের। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে, তাঁদের কপালেও চিন্তার ভাঁজ। বৃহস্পতিবারই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর দিনগুলোতে নৈশকালীন নিষেধাজ্ঞায় ছাড়ের কথা। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত উৎসবের দিনগুলোতে ছাড় থাকবে জনসাধারণ ও গাড়িঘোড়া চলাচলে। কিন্তু একে করোনাকাল ও অপরদিকে আবহাওয়া শঙ্কা, দুই মিলিয়ে কিছুটা হলেও চিন্তার ভাঁজ সকলের কপালে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন এমনই রোদ-ঝলমলে আবহাওয়া থাকবে। তবে, শনিবার থেকে উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি।সপ্তাহান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বছর, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়। সে জায়গায় এবার অনেক বিলম্বে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারের বর্ষায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। শুধু সেপ্টেম্বরেই কলকাতায় স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে খবর।
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে