Weather Updates: ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আজ তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবেই মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। সেই সঙ্গে, উপকূলবর্তী এলাকায় দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় গুলাব রাজ্যে সেরকম প্রভাব ফেলতে না পারলেও, এবার রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। মায়ানমার উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন, অলৌকিক নানা ঘটনা জড়িয়ে আছে সাঁইবাবাকে ঘিরে, জন্মতিথিতে স্মরণ অনুরাগীদের
আগামী ২৪ ঘণ্টায় তা, বাংলার উপকূলের দিকে চলে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তার জেরে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে উঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ৭২ শতাংশ।