Teacher Controversy : স্কুলে মাত্র ২ জন শিক্ষিকা, তাই ভাড়া করা শিক্ষক নিয়ে চলছে পড়াশোনা
East Burdwan News : বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।

রানা দাস, পূর্ব বর্ধমান : ক্লাসের সংখ্যা ৪। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৩১৭। কিন্তু শিক্ষিক মাত্র ২ জন। এভাবেই চলছিল ৫ বছর ধরে। পরিস্থিতি সামাল দিতে ভাড়া করা হয়েছে ২ শিক্ষককে। শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে যখন দিনের পর দিন রাস্তায় চলছে আন্দোলন, তখন শিক্ষকের অভাবে ধুঁকছে, পূর্ব বর্ধমানের (East Burdwan) কেতুগ্রামের কনকলতা জুনিয়র গার্লস স্কুল। যে খবর সামনে আসার পরই ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিভিন্ন স্কুলে শিক্ষক-পড়ুয়া অসাম্য নিয়ে চলতে থাকা ইস্যু।
ভাড়ায় শিক্ষক নিয়োগ
যেখানে শিক্ষক নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চলছে, সেখানে শিক্ষকের অভাবে পঠন-পাঠন শিকেয় উঠেছে পরিস্থিতি সামাল দিতে অভিভাবকরা ও স্কুল কর্তৃপক্ষ ভাড়ায় ২ জন শিক্ষককে নিয়োগ করেছেন। ভাড়ায় নিযুক্ত শিক্ষকরা হাজার টাকা করে পাওয়ার কথা স্বীকার করেছেন। যদিও মহকুমা শিক্ষা আধিকারিক অনুপকুমার চক্রবর্তী, দাবি, ভাড়া করে শিক্ষক নিয়োগ করা যায় না, ঘটনার তদন্ত হবে। বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।
বদলি নিয়ে হুঁশিয়ারি
প্রসঙ্গত, শুক্রবার শিক্ষক বদলি (Teachers Transfer) সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় দেখা যায়, একটি স্কুলে ১৩ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন ৫ জন। ওপর একটি স্কুলে প্রায় ৫৫০ পড়ুয়া আছে, কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র ৮। নেই বাংলা ও অঙ্কের শিক্ষক। মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেন, রাজনৈতিক চাপের কথা ভুলে যান, রাজ্যের যেস্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার অনুমোদন প্রত্যাহার করুন। অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে কিন্তু শুরুটা তো হোক। জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুন। যে চ্যালেঞ্জ করবে করুক। বদলি করার পর না স্কুলে গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব। ১৭ মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে।
এদিকে, হাওড়ার রসপুর বালিকা বিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী না থাকায় একজন সিভিক ভলান্টিয়ারকে পড়ুয়াদের নিরাপত্তার জন্য মোতায়েন করা যায় কিনা, সেটা খতিয়ে দেখতে হাওড়ার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি।






















