Sand Art: বিশ্বজুড়ে শান্তি ফিরে আসুক, দামোদরের চরে বার্তা শিল্পীদের
East Burdwan: চারিদিকে কেবল বালি আর বালি,আর সেই বালি দিয়েই গড়ে উঠেছে এক টুকরো বৌদ্ধ-ধাম।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হিংসা সরিয়ে প্রতিষ্ঠিত হোক বিশ্বশান্তি। এই বার্তা দিতে বুদ্ধ পূর্ণিমায় দামোদরের চরে অভিনব শিল্প শৈলী বালি শিল্পীদের। ভগবান বুদ্ধের বার্তা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন শিল্পীরা।
দামোদরের চরে বার্তা শিল্পীদের: এক পলকে দেখলে মনে হবে এ যেন পুরীর সমুদ্র সৈকত, চারিদিকে কেবল বালি আর বালি। আর সেই বালি দিয়েই গড়ে উঠেছে এক টুকরো বৌদ্ধ-ধাম। নিখুঁত শিল্পশৈলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বৌদ্ধ মন্দির থেকে ধ্যানমগ্ন বৌদ্ধ মুর্তি।যা দেখতে দূরদুরান্ত থেকে ভিড় জমাচ্ছেন উৎসুক বাসিন্দারা। রাজশাসন ছেড়ে সন্ন্যাসধর্ম গ্রহণ করার পর বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সিদ্ধার্থ। পরে তিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন। তাই বৌদ্ধপূর্ণিমা অর্থাৎ বুদ্ধজয়ন্তীর দিন ভারত পাকিস্তান সহ গোটা বিশ্বজুড়ে যে যুদ্ধের আবহ চলছে তা মিটে যাতে যায় সেই বার্তা দিচ্ছেন শিল্পীরা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই বার্তা পৌঁছে দিতেই বালি শিল্পের মাধ্যমে একটুকরো বুদ্ধধাম তৈরি করে শান্তির বার্তা দিচ্ছেন বাংলার বালি শিল্পীরা।
পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কামালপুরে নেচার অফ দা ক্যানভাস নামে বালুচশিল্পীদের একটি সংগঠনের পক্ষ থেকে এই শিল্প তুলে ধরা হয় দামোদরের চরে। দু-দিন ব্যাপী চলবে এই কর্মশালা।প্রায় ১৫ জন শিল্পী দামোদরের চরে স্যান্ড আর্টের মাধ্যমে শান্তির বার্তাবাহক এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। বিশ্বে হিংসা ও সংঘাতের প্রেক্ষাপটে ভগবান বুদ্ধের বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান শিল্পীরা।






















