East Medinipur: বাড়ির ভেতরে ঢুকে দুষ্কৃতী হামলা, যুবককে কুপিয়ে খুন
Murder News: মহিষাদলের রাজারামপুরের ঘটনা। মৃতের নাম অতনু ঘাঁটি। মায়ের অভিযোগ, গত কয়েকদিন ধরে ২০ হাজার টাকা দেওয়ার জন্য অতনুর কাছে ফোন আসছিল।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদলের (Mahishadal) রাজারামপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
কী ঘটেছে?
মহিষাদলের রাজারামপুরের ঘটনা। মৃতের নাম অতনু ঘাঁটি। মায়ের অভিযোগ, গত কয়েকদিন ধরে ২০ হাজার টাকা দেওয়ার জন্য অতনুর কাছে ফোন আসছিল। গতকাল রাতে বাড়িতে চড়াও হয় ৩ দুষ্কৃতী।
কীভাবে এই আক্রমণ হয়?
মহিষাদল থানার রাজারামপুর গ্রামের ব্যাংকের সুড়া এলাকায় মদন মোহন ঘাঁটি নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার রাতে হঠাৎই বাড়িতে চড়াও হয় ৩ দুষ্কৃতী, যদিও মদন মোহন ঘাঁটি মেয়ের কাছে দেখা করতে পুরুলিয়ায় যান, ওই সময় বাড়িতে ছিলেন মদন বাবুর ছেলে ও স্ত্রী। দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মদনমোহন বাবুর ছেলে অতনু ঘাঁটির ওপর। অতনু ঘাটি চিৎকার করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর জখম যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা।
আরও পড়ুন, বৃষ্টির আকাল, বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা
সম্প্রতি কলকাতাতেও এমন ঘটনা ঘটেছিল। মদের আসর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এক যুবককে হাসপাতালে ফেলে বন্দুরা পালিয়ে যান বলে অভিযোগ। হাসপাতালে চিকিত্সকরা যুবককে মৃত ঘোষণা করেchilen। পরিবারের অভিযোগ chil, মদের আসরে বচসার জেরে পিটিয়ে খুন করা হয়েছে। সল্টলেকের নয়াপট্টিতে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছিল গভীর রহস্যর।
সেই সময় পুলিশ সূত্রে জানান হয়েছিল, কেষ্টপুরের বাসিন্দা রাজু মাল সোমবার দুপুরে নয়াপট্টি বাজারে মদের আসরে বসেছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরাই। এরপর হাসপাতালে ফেলে রেখে ৪ বন্ধু পালিয়ে যান বলে মৃতের পরিবারের অভিযোগ।