East Medinipur: বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে সম্বর্ধনা ! শুভেন্দু-গড়ে বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন সিপিএমের, তরজা
Panchayat Board গত বছর সমবায় ভোটে নন্দকুমারে বাম-বিজেপি একসঙ্গে জোট করে জিতেছিল। আর এবার পঞ্চায়েতে একাধিক জায়গায় বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন করল সিপিএম।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠনের আগেই তৃণমূল (TMC) বা বিজেপিকে (BJP) সমর্থন না করার দাবি করেছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু, জেলার বেশ কয়েকটি পঞ্চায়েতে বিজেপিকে বোর্ড গঠনে সমর্থন করেছে সিপিএম (CPIM)। আগে বহিষ্কারের হুঁশিয়ারি দিলেও সেইসব জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দিয়েছে দল। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি ৮- টি করে আসন পায়। বাকি ২ টি যায় সিপিএমের দখলে। বোর্ড গঠনের সময় দেখা যায়, সিপিএমের এক জয়ী প্রার্থী ভোটাভুটিতে অনুপস্থিত থাকলেও আরেক জয়ী প্রার্থী বুলুপ্রসাদ জানা বিজেপিকে সমর্থন করেন। যার জেরে বোর্ড গঠন করে বিজেপি। অথচ বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে রাখলেও সেই জয়ী সদস্যকেই মঙ্গলবার সম্বর্ধনা দেয় সিপিএম নেতৃত্ব !
শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতেও উঠে এসেছে একই ছবি। সেখানে সেখানে ৩০ টি আসনের মধ্যে বিজেপি জেতে ১৬ টিতে তৃণমূল জেতে ১৩ টিতে। আর সিপিএম জয়ী হয় ১ টিতে। সূত্রের খবর, বিজেপির জয়ী এক সদস্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে না আসায় বিজেপিকে সমর্থন করে সিপিএমের একমাত্র জয়ী প্রার্থী। নন্দকুমারের কুমোরআড়া গ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে বিজেপি ১০টি জয়ী হয় তৃণমূল জেতে ১১টিতে, সিপিএমের দখলে যায় ২টি ও আইএসএফ পায় একটি।
সূত্রের খবর, বোর্ড গঠনে সময় আইএসএফ তৃণমূলকে সমর্থন করে। আর সিপিএমের ২ জয়ী প্রার্থী বিজেপিকে সমর্থন করে। লটারিতে জিতে বোর্ড গড়ে বিজেপি। যা নিয়ে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, 'সিপিএমের চরিত্র নতুন করে বলার সেই মিথ্যে বলে। ওয়াশের জন্য এসব বলেছিল। ক্ষমতা দখলের জন্য সব করতে পারে।'
এদিকে, সিপিএমের সমর্থনে বোর্ড গড়েও বামেদের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেছেন, 'এখানে তৃণমূল খুন করছে আর দিল্লিতে সিপিএম তাদের সঙ্গে বিরিয়ানি খাচ্ছে। সর্বনাশা তৃণমূলকে সরাতে পারবে বিজেপিই।'
গত বছর সমবায় ভোটে নন্দকুমারে বাম-বিজেপি একসঙ্গে জোট করে জিতেছিল। আর এবার পঞ্চায়েতে একাধিক জায়গায় বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন করল সিপিএম।
আরও পড়ুন- ছররা গুলির পাল্টা নেতার বাড়িতে আগুন ! তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন