East Midnapore Legal Advise Camp: আইনি পরিষেবা দিতে অভিনব উদ্যোগ, নয়াচর দ্বীপে হাজির বিচারপতিরা
Legal Advise Camp Nayachar Island: দৈনন্দিন নানা প্রতিকূলতা, একাধিক সমস্য়া লেগেই আছে। এমনকী এমন এক জায়গা যেখানেই আইন পরিষেবা মেলে না বলে অভিযোগ। এমনই এক জায়গার নাম নয়াচর দ্বীপ (Nayachar Island)।
বিটন চক্রবর্তী, হলদিয়া: বছরের পর বছর ধরে সেখানেই বাস। জীবিকা বলতে মৎস্যচাষ (Fisheries)। দৈনন্দিন নানা প্রতিকূলতা, সমস্য়া লেগেই আছে। এমনকী এমন এক জায়গা যেখানেই আইন পরিষেবা মেলে না বলে অভিযোগ। এমনই এক জায়গার নাম নয়াচর দ্বীপ (Nayachar Island)। সেখানেই এবার আইনি পরিষেবা দিতে পৌঁছে গেলেন বিচারকরা। রীতিমতো ক্যাম্প (Camp) করে আইনি পরিষেবা (Legal Advise) দিলেন। পাশাপাশি ফের এই ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নয়াচরবাসীদের আশ্বাসও দিলেন তাঁরা।
হলদিয়ার (Haldia) দিকে বঙ্গোপসাগরের (Bay of Bengal) কোলে গড়ে ওঠা ছোট্ট একটা দ্বীপ নয়াচর ((Nayachar Island)। সেই নয়াচরে এখন প্রায় হাজার পাঁচেক মানুষের বাস। এখানকার বাসিন্দাদের মূলত জীবিকা মৎসচাষ। আর নয়াচরের এই বাসিন্দারা সরকারিভাবে স্থায়ী বাসিন্দা নয়। দশকের পর দশক ধরে তাঁরা বসবাস করে আসছেন এই দ্বীপভূমীতে। নয়াচর বাসিন্দারাও প্রতিনিয়ত নানা সমস্যায় সম্মুখীন হন। কিন্তু তাঁরা আইনি পরিষেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ। আইনি পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হন, তার জন্য এই ধরনের ক্যাম্প বলে জানালেন বিচারক (Justice)। তমলুকের (Tamluk) অতিরিক্ত সেশন জাজ ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুমন কুমার ঘোষ জানিয়েছেন, সবাইকে আইনি পরিষেবা দিতেই এই ক্যাম্প।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নানা অসামাজিক কাজের (Antisocial work) শিকার হতে হয় তাঁদের, সবসময় আইনি সহায়তা (Legal Help) তারা সঠিক ভাবে পান না। প্রভাবশালীরা টাকার বিনিময়ে চেপে দেন। এই ধরনের পরিষেবা পেলে ভালো হয়।
নয়াচরে হলদিয়া থানার (Haldia Police Station) অধীন দোতলা পুলিশ ফাঁড়ি (Police Outpost) থাকলেও, সেখানে একজন মাত্র অফিসার (Officer) ও দুজন কনস্টবল (Constable) রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায়শই নয়াচরে ভেড়ির দখল নিয়ে গন্ডগোল হয়। হলদিয়া থেকে পুলিশ বাহিনী আসতে আসতে ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই বিষয়ে পরিকাঠামো বাড়ানোর বিষয়ে আর্জি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Purulia General News : ১৮ ঘণ্টা বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে বসে রইল এক ব্যক্তি ! তারপর যা ঘটল...