Fake Voter: ভূতুড়ে ভোটার বিতর্কে রাজ্যে ৬০০ ভোটার কার্ড বাতিল ! 'এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানার..'
Fake Voter Cancel: ভোটার তালিকা নিয়ে ২৮ মার্চ সর্বদল বৈঠকের ডাক কমিশনের

কলকাতা: ভূতুড়ে ভোটার বিতর্কে রাজ্যে ৬০০ ভোটার কার্ড বাতিল। ৬০০ এপিক বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হরিয়ানাতেও বাতিল কয়েক হাজার ভোটার কার্ড। 'এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানার ডুপ্লিকেট এপিক নম্বরের', তারপরই তালিকায় গুজরাত ও অসম, সূত্রের খবর। ভোটার তালিকা নিয়ে ২৮ মার্চ সর্বদল বৈঠকের ডাক কমিশনের।
সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।
মূলত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
জাতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১০০ জনেরও অধীক ভোটারের উপর সমীক্ষা (Sample Enquiry ) চালিয়ে দেখা গিয়েছে যে, ওই একশো জনের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার রয়েছে যাদের, তাঁরাই আসলে প্রকৃত ভোটার। কমিশন আরও জানিয়েছে, ২০০০ সালে রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এপিক সিরিজ (EPIC Series) বরাদ্দ হওয়ার পর থেকে, কিছু ERO সঠিক সিরিজ ব্যবহার করেননি।'
আরও পড়ুন, 'খুনের চেষ্টায়' দোষী সাব্যস্ত হতেই 'অসুস্থ' ৪ TMC নেতা ! ভর্তি হাসপাতালে, কী নির্দেশ বিচারকের ?
অপরদিকে, এবিষয়ে স্পষ্ট জানানো হয়েছে, এপিক নাম্বার অনুযায়ী, কোনও ভোটার তাঁর নির্ধারিত ভোট কেন্দ্রেই কেবলমাত্র ভোট দিতে পারবেন, আর অন্য কোথাও তিনি দিতে পারবেন না। রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে ভুল EPIC Series এর কারণে ডুপ্লিকেট নাম্বারের সমস্যাটি চিহ্নিত করা যায়নি। কারণ এই অঞ্চলগুলি প্রধানত, নিজেরাই ভোটার তালিকার Deta Base পরিচালনা করছিল। এরপরেই কমিশন এবিষয়টি নিয়ে বিবেচনা করেছে এবং জানিয়েছে তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।






















