Firhad Hakim:সংখ্যালঘু- মন্তব্যে অধীরের নিশানায় ফিরহাদ, 'ঘাড় ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেওয়া উচিত..' !
Adhir Attacks Firhad On Minority Issue : সংখ্য়ালঘু-মন্তব্য়ে চরম অস্বস্তিতে কলকাতার মেয়র ফিরহাদ, জোর নিশানা কংগ্রেসের প্রাক্তন সাংসদের , কী বললেন অধীর চৌধুরী ?
কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় দলের অন্দরে চরম অস্বস্তির মুখে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের একের পর এক অভিযোগ যখন সামনে এসেই চলেছে, তখন শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্য! এ নিয়ে তোলপাড় শুরু হতেই সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্যের কড়া সমালোচনা করল তৃণমূল! দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে দল কোনওভাবেই সহমত পোষণ করে না। জোরালভাবে এই মন্তব্যের প্রতিবাদ করে। এবার প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, 'জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতর নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দেওয়া উচিত। একদম ঘাড় ধাক্কা দিয়ে। এই সমস্ত জিন্নার বংশধররা এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে পার্টি থেকে বের করে দেওয়া উচিত।'
মূলত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছিলেন, আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।'
এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলে গোড়া থেকেই সরব বিজেপি। আর বাংলাদেশে হিনদুদের ওপর অত্যাচারের একের পর এক অভিযোগ ঘিরে যখন পরিস্থিতি তেতে রয়েছে, তখন খোদ মন্ত্রীর মুখে এধরনের মন্তব্য শোনার পর, স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক। বিতর্কের মুখে নিজেকে ধর্মনিরপেক্ষ বলেও দাবি করেছেন ফিরহাদ। কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'আামি একজন ভারতীয় এবং একজন ভারতীয় হিসেবেই আমার মৃত্যু হবে। আমি একজন ধর্মনিরপেক্ষ এবং একজন ধর্মনিরপেক্ষ হিসেবেই আমার মৃত্যু হবে।'
আরও পড়ুন, ফিরহাদের মন্তব্যে খুব আহত হয়েছি, আমি হলে সরি বলতাম : মদন
কিন্তু বিতর্ক তাতে থামেনি। এই অবস্থায় তা থেকে দূরত্ব তৈরি করে তৃণমূলের দাবি, 'ফিরহাদ হাকিমের এই মন্তব্য দলের নীতি বা অবস্থান কোনওটাই নয়। শান্তি, একতা, সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার পক্ষে তৃণমূলের অবস্থান অটুট। পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধন বিরোধী যে কোনও মন্তব্যকে কড়া হাতে মোকাবিলা করা হবে।' ফিরহাদ হাকিম তৃণমূলের গুরুত্বপূর্ণ একজন নেতা হওয়ার পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর কিচেন ক্যাবিনেটের সদস্যই শুধু নন, কলকাতার মেয়রও তিনি। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্যও হচ্ছেন ফিরহাদ হাকিম। এই অবস্থায় তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এদিন কলকাতা পুরসভার সামনে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। সবমিলিয়ে ফিরহাদ হাকিমকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এখনই মেটার নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।