Firhad Hakim :ফিরহাদের নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলে জমে জল, গ্রেফতারির নির্দেশ মেয়রের
Firhad Hakim Rally : ডেঙ্গি-বিরোধী অভিযানে মেয়র। ফিরহাদের নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলে জমে জল। গ্রেফতারির নির্দেশ।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : 'ফিরহাদ হাকিম হলেন ডেঙ্গি মিনিস্টার, ডেঙ্গি চেয়ারম্যান। যে দিন থেকে উনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন, সেদিন থেকে ডেঙ্গি বেড়েই চলেছে।' এই বলে ফিরহাদ হাকিমকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এবার ডেঙ্গি সচেতনতাতে নিজেই পথে নেমে পড়লেন মেয়র। সকাল সকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হয়ে নিজের এলাকা, পায়ে হেঁটে ঘুরলেন। নিলেন কড়া পদক্ষেপ।
গ্রেফতারের নির্দেশ
চেতলায় নিজের ওয়ার্ডে ডেঙ্গি-বিরোধী অভিযানে নেমে হুঁশিয়ারি দিলেন মেয়র। পুরসভা নোটিস দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশও দিলেন তিনি ।পুরসভা সূত্রে খবর, এর আগে জল জমা নিয়ে নির্মীয়মাণ বহুতলে নোটিস জারি হয়। তারপরও হুঁশ ফেরেনি বলে অভিযোগ।
জমা জলে বংশ বিস্তার
অন্যদিকে মেয়র বলেন, অনেক বাড়িতে ভাইয়ে-ভাইয়ে সম্পত্তি বিবাদ চলে। ঘরে-ঘরে বিবাদ হয়। তাই ছাদের ট্যাঙ্কের ঢাকাটা কে লাগাবেন, তার ঠিক থাকে না। ফলে সেখানেই বাঁধছে সমস্যা। জমা জলে বংশ বিস্তার করছে এডিস মশা। এই পরিস্থিতিতে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। সতর্ক থাকার বার্তা বারবার দিলেন কলকাতার মেয়র।
এদিন নিজের ওয়ার্ডে সচেতনতা প্রচারে নামলেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মিছিল করে এলাকা পরিক্রমা পাশাপাশি, চলল মাইকে প্রচার।
স্বাস্থ্য দফতরের পদক্ষেপ
ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি সংক্রমণ! দিনে দিনে আরও প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি! কার্যত প্রতিদিনই কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। সূত্রের খবর, বাংলায় এ বছর এখনও পর্যন্ত ৮৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে! আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫১ হাজার পেরিয়ে গেছে! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের চিকিত্সার জন্য হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত শিশুর মৃত্যু
ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। বাগুইআটিতে মৃত্যু হল ৮ বছরের বালিকার। স্থানীয় সূত্রে খবর, বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋত্বিকা সাউ জ্বরে ভুগছিল। গতকাল বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করার পর আজ ভোররাতে তার মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, বালিকা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগলেও, পরিবারের তরফে পুরসভাকে কিছু জানানো হয়নি। মৃতের পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Anubrata Mandal: প্রভাবশালী তত্ত্বে ফিরহাদের ‘বাঘ’ উপমার উল্লেখ আদালতে, ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর