Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবের মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও !
Goa Nightclub Fire Bengal resident Death : গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা, আগুনে ঝলসে প্রাণ হারালেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রী !

নয়াদিল্লি: গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে (Goa Nightclub Fire) মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও ! গোয়ার ওই অগ্নিকাণ্ডে যে কয়েক জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রীও। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন তিনি।
আরও পড়ুন, ৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী
গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী। শেষ অবধি পাওয়া খবরে, গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনা ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজার সমেত ৪-জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অগ্নিকাণ্ডের আগে ক্লাবে আতসবাজি পোড়ানো হচ্ছিল। আতসবাজি থেকে আগুন লেগে থাকতে পারে বসে আশঙ্কা। ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঘিরে প্রশ্ন, দমকলের NOC ছিল না বলে অভিযোগ। নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। দমকল সূত্রে দাবি, ঘটনায় বেশিরভাগেরই মৃত্য়ু হয়েছে দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ৪ পর্যটক, ১৪ জন ক্লাবের কর্মচারী। অগ্নিকাণ্ডে মৃত বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
উত্তর গোয়ার আরপোরা গ্রামে, একটি নাইটক্লাবে, অগ্নিকাণ্ড হয়
উত্তর গোয়ার আরপোরা গ্রামে, একটি নাইটক্লাবে, শনিবার রাতে অগ্নিকাণ্ড হয়। ওই নাইটক্লাবের বহু কর্মচারীই এই ঘটনায় নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, সিলিন্ডার বিস্ফোরণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গিয়েছেন। অন্যান্যরা শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। নিরাপত্তার মানদণ্ডে, কোনও অবহেলা পাওয়া গেলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।
মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী
গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে, দমকল ও পুলিশের দল সারারাত ধরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নামে। ধোঁয়া ও আগুনের মধ্যে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও, যদিও শেষ রক্ষা হয়নি, ওই নাইটক্লাবের বহু কর্মীই এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, গোয়ার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা খুবই দুঃখজনক। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের জন্য তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবং গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি।






















