Jalpaiguri News:মহানবমীতে 'ভ্রমণে' বুনো হাতির দল, বানারহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল
Wild Elephants Block National Highway:পুজোর ঘোরাঘুরিতে আনন্দ কি শুধু মানুষেরই একচেটিয়া অধিকার? হয়তো এমনই প্রশ্ন ছিল 'ওদের' মনে। তাই নবমীর দিন দল বেঁধে 'ওরা'ও বেরিয়ে পড়েছিল।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পুজোর ঘোরাঘুরিতে আনন্দ কি শুধু মানুষেরই একচেটিয়া অধিকার? হয়তো এমনই প্রশ্ন ছিল 'ওদের' মনে। তাই নবমীর দিন দল বেঁধে 'ওরা'ও বেরিয়ে পড়েছিল। ওরা মানে বুনো হাতির দল। জাতীয় সড়কের (Herds Of Wild Elephants At National Highway) পাশে তাদের দেখে থমকে গেল যান চলাচল। বেড়ানোর আনন্দ ভুলে হাতি দেখতেই শয়ে শয়ে পর্যটকের ভিড় জমে গেল ডুয়ার্সের বানারহাট (Jalpaiguri News) থানায় রেড ব্যাঙ্ক সংলগ্ন ডায়ানা ব্রিজের পাশে।
গজরাজের দর্শন...
উত্তরবঙ্গের আনাচে-কানাচে হাতির দর্শন অপরিচিত কোনও ঘটনা নয়। তবে এদিন ৩১ নম্বর জাতীয় সড়কের ছবিটা সত্যিই চমকে দিয়েছিল অনেককে। ১১টি বুনো হাতির দলে বেশ কয়েকটি শাবকও ছিল, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। কখনও গজরাজের দল জাতীয় সড়ক সংলগ্ন জঙ্গলের গাছ ভেঙে ফেলছে, কখনও আবার রাস্তার দিকে তেড়ে আসছে। সামনে তখন সার দিয়ে দাঁড়ানো গাড়ি, কাতারে কাতারে দর্শকের ভিড়। সকলের চোখেই বিস্ময়। সব মিলিয়ে গজরাজ-দলের দর্শনে জমজমাট পর্যটকদের মহানবমী। কিন্তু 'ওদের'-ও কি পুজোর আনন্দ ততটাই জমল? সে সব জানার উপায় নেই।
উত্তরবঙ্গে হাতির সঙ্গে মোলাকাত সব সময় এতটা হালকা মেজাজে হয় না। দিনপাঁচেক আগের কথাই ধরা যাক। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মেরেছিল দলছুট একটি হাতি। তাতে বেঘোরে মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনায় উত্তেজনা তৈরি হয় এলাকায়। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়াও যায় না বলে অভিযোগ জানান স্থানীয়রা। পর পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আলিপুরদুয়ারের মাদারিহাট থানার অন্তর্গত মেঘনাদ সাহা নগর এলাকার ঘটনা। গত বুধবার ভোরে সেখানে এক ব্যক্তিকে আছাড় মারে দলছুট হয়ে পড়া হাতি। স্থানীয়রা জানান, ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। মাদারিহাট-টোটোপারা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা, ৬৬ বছর বয়সি শ্যামদাস শর্মাকে আছাড় মারে হাতিটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী শ্যামদাস। ঘটনার দিন ভোরে গ্রাম পঞ্চায়েতের আলো নেভানোর জন্য বাড়ি থেকে বেরোন তিনি। হেঁটেই পঞ্চায়েত দফতরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা, দলছুট একটি হাতির সামনে পড়ে যান। তাতে মুহূর্তের মধ্যে শ্যামদাসকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন:শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির