Higher Secondary Exam: উচ্চমাধ্য়মিকে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর! প্রশ্ন ফাঁস রুখতে নয়া পদক্ষেপ
HS 2024:সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিক থেকে নেওয়া হয়েছে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2024) প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল (Unique Serial Number) নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।
রবিবারেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। সেখানেই এমনটা জানানো হয়েছে। এবারের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে যে সিরিয়াল নম্বর থাকবে তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং ইনভিজিলেটরদের।
এর আগে এমনই ব্যবস্থা করা করা হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষাতেও। মাধ্যমিক (Madhyamik Exam Rules) পরীক্ষা শুরুর আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের (Exam Centre) ইনভিজিলেটরদের একটি নির্দেশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাঁরা যেন প্রশ্নপত্র বিলি করার আগে পরীক্ষার্থীদের একটি বিষয় স্পষ্ট করে বুঝিয়ে বলেন। কী বোঝানোর কথা বলা হয়েছিল? প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো রয়েছে। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। তা জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়েছে। পরপর কয়েক বছর ধরে বারবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে এসেছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সেটি আটকাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এতে কাজও হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কড়া পদক্ষেপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল করা হয়েছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা। প্রশ্নপত্রে লুকনো কোড দেখে খুঁজে বের করা গিয়েছিল পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: কুণালের মুখে 'চড়াম চড়াম'! 'কুৎসা'র জবাব দেওয়ার হুঁশিয়ারি