Rishra Violence: পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা! রাতের রিষড়ায় তুমুল অশান্তি, থমথমে এলাকা
Hooghly Rishra: রেল লাইনে নেমে কার্যত তাণ্ডব চলে। রেলগেটের সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
রিষড়া: রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজির (Bombing) অভিযোগ। পুলিশকে (Police) লক্ষ্য করেও উড়ে আসে একের পর এক ইট, পাথরের টুকরো। রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
রেল লাইনে নেমে কার্যত তাণ্ডব চলে। রেলগেটের সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। অশান্তির জেরে রেল গেট বন্ধ করতে না পারায় রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন। দুর্ভোগে পড়েন শয়ে শয়ে মানুষ। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে ট্রেন।
অশান্তির ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ, শান্তি ফেরাতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, ট্যুইটে খোঁচা শুভেন্দু অধিকারীর। দেশের নিয়ন্ত্রণ হারিয়েছেন নরেন্দ্র মোদি, পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
এদিকে, সোমবার রিষড়া যাওয়ার পথে, সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ দফায় দফায় উত্তেজনা ছড়াল কোন্নগরে। গত কালকের ঘটনার প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। হাওড়ার শিবপুরের পর, হুগলির রিষড়ার অশান্তি নিয়েও তৃণমূল-বিজেপির মধ্য়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ট্য়ুইটে অভিযোগ করেছেন, বিজেপিই বাইরে থেকে লোক এনেছে।পাল্টা ছবি ট্য়ুইট করে, সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী হিসেবে যাঁদের দেখা গেছিল, তাঁরা শোভাযাত্রায় মিশে কী করছিলেন? এর পাল্টা দন সুকান্তও। তিনি বলেন, 'আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতোর গাড়ির নম্বর ঝাড়খণ্ডের। তাহলে কি উনি ঝাড়খণ্ডের? আইনের ভেটেরান হয়ে যদি এই কথা বলেন'।