(Source: ECI/ABP News/ABP Majha)
Santanu Banerjee: ধাপে ধাপে কুন্তলের থেকে ৮০ লক্ষ নেন শান্তনু! আজ আদালতে পেশ করবে ইডি
SSC Case: ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন।
কলকাতা: আজ নগর দায়রা আদালতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) পেশ করবে ইডি (ED)। ব্যাঙ্ক স্টেটমেন্ট সামনে রেখে বলাগড়ের যুব তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, কাদের কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কোন চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছিলেন, সেইসব তথ্য জানতে চায় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, আজ আদালতে জানানো হবে নিয়োগ দুর্নীতির টাকায় কতটা লাভবান হয়েছেন শান্তনু (SSC Case)।
সম্পত্তি কেনার টাকা উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি শান্তনু
ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন। কুন্তলের টাকা দেওয়া কথা শান্তনু। ২০টি সম্পত্তি ও পরিবার হদিশ। সম্পত্তি কেনার টাকা উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি । তবে কুন্তলের দেওয়া টাকাতেই সম্পত্তি কেনা হয় বলে অ নুমান ইডি-র। ৩০০ চাকরিপ্রার্থীর মধ্যে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন এবং তাঁদের থেকে সরাসরি টাকা নিয়েছিলেন শান্তনু, দাবি ইডি সূত্রের।
নিয়োগ দুর্নীতির এই মামলায় শান্তনুর নাম প্রথমবার উঠে এসেছিল মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আগে, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শান্তনর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। বলেছিলেন, "চাকরি প্রার্থীরা আমায় বলে কুন্তল চাকরি করে দেবে, আমার তখন সন্দেহ হয়, আমি কুন্তলকে বলি কী করে করে দেবে, সে বলে আমার লোক আছে, যে কালীঘাটের সরাসরি কানেকশন আছে। নাম কে? শান্তনু বন্দ্যোপাধ্যায়। পোস্ট কী...পোস্টও বলেছিল। আপনি এই কথা সিবিআইকে বলেছেন, তাপস বলছে, হ্যাঁ বলেছি। কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, সেটাও শান্তনু বলে দিয়েছিল।"
আরও পড়ুন: Santanu Banerjee: বাবার মৃত্যুতে চাকরি, মোবাইল ফোনের দোকানও ছিল, নিয়োগ দুর্নীতিতে এ বার জালে শান্তনু
গত ২০ জানুয়ারি হুগলির বলাগড়ে যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। সেদিন শান্তনুর বাড়িতে তল্লাশি ঘিরে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সকাল সাড়ে ন'টা নাগাদ সেখানে যান ইডির অফিসাররা। বাড়ির সামনের গেটের চাবি না পাওয়া যাওয়ায়, বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারীদের।
শান্তনুর বাড়িতে অভিযানের দিনই কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়
শান্তনুর বাড়িতে অভিযানের দিনই ইডি তল্লাশি চালিয়েছিল যুব তৃণমূলের আর এক নেতা কুন্তল ঘোষের বাড়িতে। তার পর কুন্তলকে গ্রেফতার করা হয়। ইতিমধ্য়েই তাঁকে জেরায় একাধিক নাম এবং চাঞ্চল্য়কর সব তথ্য় সামনে এসেছে। এবার গ্রেফতার হলেন যুব তৃণমূলের আর এক নেতা শান্তনু।